শিক্ষা হলো আলো আর অজ্ঞতা হলো আঁধার যা আলোর বিপরীত। বর্তমান বিশ্ব জ্ঞান নির্ভর, কিন্তু জ্ঞানের অপর্যাপ্ততা আমাদেরকে এক ধরণের কূপমন্ডুক করে রেখেছে। তাই, যখনই শেখার সুযোগ হয় শিখে নেয়াটাই আদর্শ পদক্ষেপ। ডিজিটাল এ যুগে শিক্ষা ও শিক্ষা উপকরণ সবকিছুরই আমূল চ্যাঞ্জ এসেছে। এখন শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে সবস্থানেই ইন্টারএকটিভ মিডিয়া তথা মাল্টিমিডিয়ার ব্যবহার বহুলাংশে বেড়েছে।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সকলের জন্যে নিম্নের ওয়েব লিংক গুলো খুবই দরকারী। যারা ন্যুনতম এন্ড্রয়েড ভার্সনের মোবাইল ব্যবহার করেন এরকম প্রত্যেকের জন্যেই এই লিংকগুলো কাজে আসবে।। ধন্যবাদ।
(০১ ) ব্র্যাক ই-শিক্ষা কর্মসূচীঃ এই সাইটে গেলে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির ইন্টারেকটিভ কন্টেন্ট পাবেন। যা শিখন সহায়ক উপকরণে সমৃদ্ধ।।
ব্র্যাক ই- শিখন
(০২) রবি টেন মিনিট স্কুলঃ এই পেজটিও উপরেরটির মতোই নানা উন্নত কন্টেন্টে পূর্ণ। এখানে হায়ার সেকেন্ডারী লেভেলের বিভিন্ন বিষয়ের কন্টেন্ট রয়েছে। খুব কাজে দিবে।
রবি টেন মিনিট স্কুল
(০৩) ই-শিখন ডট কমঃ খুব সুন্দর কন্টেন্ট এ সমৃদ্ধ এই সাইটটি। এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সহ নানা ধরণের আইটি বেইজড বিদ্যা শিখার বেস্ট প্লেস।।
ই-শিখন ডট কম
(০৪) শিক্ষক বাতায়নঃ এটা একটা হিউজ ডিজিটাল কন্টেন্ট বেইজড এডুকেশনাল সাইটঃ মনে হয় পৃথিবীর অন্যতম বিশাল একটা প্ল্যাটফরম যেখানে ৩,৪২,০৮৬ জন সদস্য; যারা প্রায় সবাই শিক্ষক। ১৪৪,৫৫০টি পিপিটি বা ডিজিটাল কন্টেন্ট রয়েছে। আর রয়েছে ৯৪৩টি মডেল কন্টেন্ট। ফ্রি' তেই ডাউনলোড করা যায়।।
শিক্ষক বাতায়ন
(০৫) শিক্ষা বিষয়ক ছবিঃ
এডু পিকঃ এডুকেশনাল পিকচারস
(০৬) কানেক্টঃ কিশোর বাতায়ন- শুধু কিশোরদের জন্য; শিক্ষা মূলক মজার এক সাইট।
কিশোর বাতায়ন
(০৭) মুক্তপাঠঃ মুক্তশিক্ষার আসর- ফ্রি'তেই শিখুন গ্রাফিক্স সহ আরো অনেক কিছু।
মুক্তপাঠ
(০৮) খান একাডেমি বাংলাঃ মনে হয় না বাংলাদেশী বংশোদ্ভূত সালমান খানকে চিনাতে হবে না। দারুণ একটা শিক্ষা মূলক সাইট।
খান একাডেমি বাংলা
(০৯) বিজ্ঞানী অর্গঃ বাংলাদেশি প্রখ্যাতসব বিজ্ঞানীদের সম্বন্ধে জানতে দেখুন।
বিজ্ঞানী অর্গ
(১০) http://www.pppst.com শিশু কিশোরদের জন্য পাঠদান উপযোগী মজার মজার কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনঃ
www.pppst.com
(১১) আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্ণিং-টিচিং একটিভিটিস হিসেবে লিসেনিং স্পীকিং এর জন্যে মজায় মজায় শেখার অনবদ্য এক সাইটঃ লার্ণ উইথ ফান।।
মাইন্ড ইয়ুর লেঙ্গুয়েজ
এর বাইরেও আরো শত সহস্র শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে সব কিছুতো আর একত্রে দেয়া যাবে না। নিম্নে আরো কয়েকটা ওয়েব এড্রেস দিচ্ছি।
ম্যাথ শেখার সাইটঃ
http://mathworld.wolfram.cm/, http://www.sosmath.com/, http://math.about.com/,
ইংরেজি শেখার সাইটঃ
http://www.english-online.org.uk/, http://eserver.org/, http://englishteststore.net/, http://www.english-the-easy-way.com.
ধন্যবাদ সবাই ভালো থাকবেন।।
সুত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২২