পাওয়ার হাউজ
*********
ছিলাম আমরা সহস্র বছরের
স্বাধীনতার কাঙ্গালী,
৭১ এর ২৬ মার্চ লভিয়াছি তা,
হাজার পঞ্চাশেক বর্গমাইলের সবুজাভ এক দেশ;
সাহসের এটমিক পাওয়ার হাউজ,
কোটিকয় আমরা বাঙালী।।
দেশতো স্বাধীন হলো,
আমাদের কী হলো?
এখনতো আর এ দেশ পাকিস্থান নয়;
বা, অবিভক্ত ভারত ও নয়;
স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।
তারপরেও কেন সাধারণ,
নির্বিচারে খুন হয়,
নিরাপত্তাহীন হয়,
এক ভাইয়ের আগ্নেয়াস্ত্র বা ছুরির আগাতে কেন
অন্যভাই রক্তাক্ত হয়; লাশ হয়??
*********
আচ্ছা ভাবুনতো,
এমন যদি হয়-
আমাদের মহান সংবিধানে এই আইনগুলো যুক্ত হলো!
কেমন হবে তখন?
১। বিচার বিভাগ স্বাধীন হলো-
যেখানে আইন আর শাসন বিভাগ নাক গলাতে পারে না।
২। মাননীয় বিচারকবৃন্দ, ল'ইয়ারগণ কোন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হতে পারবে না বা তাঁদেরকে এতে সংশ্লিষ্ট করাও যাবে না। তাঁরা প্রকাশ্যে, অপ্রকাশ্যে কোন পার্টির সাথে কোনভাবেই সম্পর্ক রাখবেন নয়া।
৩। পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী সহ সকল বাহিনী থাকবেন নিরপেক্ষ। এম্নিতেই তাঁরা ভোট দিতে অপারগ; ভোট গ্রহণে নিয়োজিত থাকেন বিধায়। সুতরাং কোনভাবেই এনারা পলিটিক্স এর নোংরা কাঁদা ছুঁড়াছুঁড়িতে যুক্ত হবেন না।
৪। শিক্ষক-ছাত্র কেহই কোন পলিটিক্যাল পার্টির ধ্বজাধারী হবেন না। কোন পার্টির সাথে প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনভাবেই সংযুক্ত হতে পারবেন না। এমনকি চাকুরীরত অবস্থায় কোন নির্বাচনেও অংশ নিতে পারবেন না। সর্বাবস্থায় থাকবেন নিরপেক্ষ।।
৫। সকল প্রকার "ছাত্র রাজনীতি" নিষিদ্ধ করতে হবে। ছাত্ররা পড়ালেখাতেই নিয়োজিত থাকবে। পলিটিক্সের নোংরা পলিসিতে জড়িত হতে পারবে না।
৬। জাতীয় স্বার্থে সকল শিক্ষার্থী একই প্ল্যাটফর্মে আসবে, একই সাথে স্লোগান দিবে আর কোন বিরোধী ছাত্র সংগঠন লাঠি-সোটা, পিস্তল, বন্দুক, ককটেল , চাকু-চাপাতি নিয়ে সামনে আসবে না।
ভাবুনতো কেমন হবে তখন??