সত্যিই কী তাই?
সেই জন্ম থেকে আজ অবধি,
আমাতে আমি নিরবধি
নিয়ে চলেছি অদ্যাবধি
এক অহংবোধের কায়া।।
আমি ভালোবাসি একান্তই;
আমাকে আমি;
জড়াই না কোন মায়ায়,
দেখাই না দরদ,
কাউকেই কোন দূর্বল অবস্থায়।
কী আনন্দই না হয়,
কী নিদারুণ মেতে যাই,
অন্যের কষ্ট আর যন্ত্রণায়!
যখন পাওয়ারে থাকি,
আঁধারের বাসিন্দারা সব,
আমায় ঘিরে রাখে,
তাদের ভ্রষ্ট চিন্তা আর ভাবনায়;
মোহিত করে, তাড়িত করে,
ধ্বংস খেলায় মাতোয়ারা হই,
বেদিশা হই নতুন নতুন ধ্বংস কামনায়।
এ দেশ আমার, একান্তই আমার,
আর, কারো নয়?
আর, কারো হতেই পারেনা!
নিশ্চয়ই নয়?
ডাকিনী-যুগিনী যত,
যদি সবাই নিশ্চিত আমার সঙ্গে রয়,
কার বাপের এমন সাধ্যি আছে,
আমার ছায়া মাড়ায়;
আমায় হারায়?
ভালবাসার অনেক সংজ্ঞা দেখেছ,
কিন্তু দেখেছ কী আমার আমায়,
এ কেমন ভালবাসি
হে দেশ, তোমার আকাশ, বাতাস,
সাগর, নদী আর সাধারণ জনগণ তোমায়??
নিশ্চয়ই!
এই রুপ কেউ কখনও দেখেনি,
কোন স্বপ্নে কোন অলিক কল্পনায়!!
আর, বোধহয়-সুস্থ্য স্বাভাবিক অবস্থায়!!
অবশেষে-
তুমি যেমনই হও, যেমনই ছিলে
আর, যেমনই রবে চিরকাল,
আমরা আপামর জনতা,
এ অমোঘ নিয়তি মেনে নিয়েছি,
যদিও বুকে অসীম যন্ত্রণা,
চাপা দিয়ে রেখেছি
নিশ্চিন্ত নির্ভাবনায়!!
ছবিঃ ইন্টারনেট।
ভাবনাঃ আমি এমন পাবলিক লিডার কেন হইলাম?
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯