রাজনীতিতে আপনি সফল? নাকি ব্যর্থ। আমার ক্ষূদ্র জ্ঞানের বিচারে বলিব রাজনীতিতে আপনি চরম ভাবে ব্যর্থ হয়েছেন। এক সময় জনগনের ভোট ও ভাতের অধীকারের কথা শুনতাম, এখন কৃষকেরা চাষ করে ঠিকই কিন্তু চাষের খরচও ঘরে তোলতে পারেনা। টকশোতে সম্মানিত অনেকের মূখে শুনতাম গনতন্ত্রের সূন্দর বাক্য (ইদানিং উনারা এই ধরণের শব্দ/বাক্য ছেড়ে দিয়েছেন)। বাংলাদেশের নির্বাচনে বিশ্ববাসী এমন গনতন্ত্র দেখলেন মাননীয় সাংসদ এবং মন্ত্রীরা নিজের ভোট দেয়ার জন্যও ভোট কেন্দ্রে যাইতে হয় নাই জনগন ঘরে বসেই সাংসদ বানিয়ে দিয়েছেন, কেন্দ্র গুলিতে যাহা দেখেছেন তার নাম বলতে লজ্জা পাচ্ছি।
এখন ইউপি নির্বাচনে যাহা দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা রাতের অঘোর ঘুমে নির্বাচন করার স্বপ্ন কেন দেখেছে এই অপরাধেই পুলিশ আর দলের বাহিনী দিয়ে তার হাত পা গুড়া করে দিয়েছে সূতরাং এখন থেকে আর প্রতিপক্ষরা ঘুমাবেও না করণ ঘুমে স্বপ্ন দেখার আগে নোটিশ আসেনা যদি আবারও স্বপ্ন দেখে! তাহলে মাঠে কারা? মাঠে একক ভাবে শুধু তারাই। কথায় আছে না? ওরা দুইজনকে একসাথে ভাত দিলে দুই জনের কেউ খাইতে পারেনা কারণ দখল করতে গিয়ে হানাহানি খুনা খুনির নেশায় ধস্তা ধস্তিতে থালের ভাত মাটির সাথে মিশে যায়, খাওয়ার অযোগ্য হয়। একই দলের কয়েক জন হইলেও কাকে জনগন বেশী পছন্দ করে গনতন্ত্রের বিশ্বঃনন্দিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে একই দলের সূন্দর চেহেরাটাও নির্বাচনের মাধ্যমে পাওয়া গেলনা।
ক্ষমতাশীন হাওয়ার নাম রাজনীতি নয় তবে এতে আপনি শতভাগ সফল হয়েছেন কারণ ক্ষমতাশীন তো এরশাদও হয়েছিলেন, আইয়ুব ইয়াহিয়াও ক্ষমতায় ছিলেন। শ্রদ্ধা ভালবাসা এবং সমর্থন পেয়ে ক্ষমতায়ন হইতে পারার নামই হচ্ছে সফল রাজনীতি, এখন জানগন কাউকে ক্ষমতায়ন করেন নাই এবং বর্তমান ইউপি নির্বাচনেও দেখা যাচ্ছে জনগন দলকেও ক্ষমতায়ন করছেন না, তাই ক্ষমতশীনেরা রাজনীতিতে ব্যর্থ, তাহলে সফল কে? সফল হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ কারণ তারা ধর্য্য ধারণ করে কর্মকান্ড সহ নানা বিষয়ে রাষ্ট্রীয় সিদ্দান্ত এবং নিজের বাহিনীর লাগাম ছেড়ে দেয়ার মাধ্যমে দলের লুকিয়ে রাখা "দর্শন" ধর্মীয় স্বাধীনতা/সম্পৃতি নয় ধর্ম নিরপেক্ষতার নামে {ধর্ম যার যার দেশ সকলের, একই ভাবে ধর্ম যার যার সংসার উভয়ের। তৃতীয় যে আসবে তার পরিচয় কি হবে, সে শ্বশ্নানে যাবে? নাকি কবরস্থানে সেটি এই ঊভয়ের কেউ জানেনা} আসল চেহেরা কি সেটি উম্মুক্ত হয়ে গেছে। কবরস্থান এবং শ্বশ্নানের পবিত্রতা রক্ষাকারীরা যদি মাঠে নামেন তখন মরিলে "ধর্ম যার যার সংসার উভয়ের" মতবাদীর ঠিকানা কোথায় হইবে তাহাও কেউ এখনও জানেনা।
আজ সারাদেশে প্রতিটি পাড়া মহল্লায় ঐক্যতা ধ্বংস করে ভাইয়ে ভাইয়ে যেই হানাহানি খুনাখুনি শুরু হয়েছে তার জন্য দায়ী কে এবং সারাদেশে কেন এইগুম হত্য, হানাহানি ও খুনা খুনির সাংস্কৃতি সহ চরিত্র হীনতা, অপহরণ ধ্বর্ষণ খুন এবং অশ্লীল যৌন ছবির সাংস্কৃতি চালু করে দেশ ও জাতীকে ধ্বংস করে দেয়ার পরিকল্পনা কারা করিল, কেন করিল? যারা সন্দেহ ভাজন তাদের কে কোথায় ইত্যাদি ইত্যাদির হিসাব নিকাশ জনগন শুরু করে নিয়েছেন।