অবশেষে ডিসেম্বরে ছুটি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া (যেটাকে আদর করে বি-বাড়িয়া বলা হয়) যাওয়া হলো।
আর এই সফরে মেয়ের প্রথম ট্রেনে চড়া হল।
তিতাস নদী দেখা হলো। নদী এখন খালে রূপ নিয়েছে।
ভালোই বেড়ানো হলো নতুন জায়গায়।
তিতাসের পাড়ে গেলে সেই বিখ্যাত উপন্যাসে কথা মনে পড়ে যাবেই অবধারিতভাবে-তিতাস একটি নদীর নাম।
ব্রাহ্মণবাড়িয়া শহরে টাটকা শাক সবজি পাওয়া যায়, নদীর মাছ পাওয়া যায়।
বাকিটুকু দেখুন.....
১।
প্রথম ট্রেনে চড়া।
২।
তিতাস একটি নদীর নাম।
৩।
তিতাসের এপাড়ে শহর ওপারে গ্রাম।
৪।
ব্রিজের উপর দাড়িয়ে থাকার স্মৃতি।
৫।
ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় চলন্ত ট্রেন থেকে ছবি তোলা।
৬।
তিতাসের উপর ব্রিজ তৈরী হয়েছে। অনেকেই বিকালে এখানে বেড়াতে আসে।
৭।
ব্রাহ্মণবাড়িতে এখন মেলা হচ্ছে।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৬