(হালকা পাতলা স্পয়লার হয়ে গেলেও হয়ে যাইতে পারে; তারপরেও পোস্টটা পড়েন; এই জিনিস এমনেও দেখবেন না শিওর।)
এক রাঁধুনিরে হুট কইরা এক ভদ্রমহিলা আইসা বলতেসে - তুমি মানবতার শেষ ভরসা। কাজ কঠিন কিছু না; টুকটাক পাঁচজনরে সানডে মানডে ক্লোজ করে ওইপারে পাঠায়ে দিলেই খেলা শেষ। ওই পাঁচজনের কারণেই আসলে মানবতা হুমকির মুখে (যদিও পাঁচজন মিলে টোটাল মানুষ মারসে মনে হয় সাড়ে তিনজন; কিছুই ভাংচুরও করে নাই তেমন; তা-ও ক্যামনে এরা 'বিরাট হুমকি' হইসে আল্লাহ জানে!)
রাঁধুনি ভাই আবার না-না করে; আমি মানুষ মারব না; আমার খারাপ লাগে তো। আমার মধ্যে কি মধু যে আমারে এই 'ভরসা' বানানো হইল? ভদ্রমহিলা জবাব দিলেন - তোমার মনটা অনেক পরিষ্কার তো!
কথা আগাই। আমাদের হিরো ওরফে কাঠের টুকরারে ট্রেইনিং দিবে আপা। ব্যাটা ৫টা এলিমেন্টের মাস্টার টাইপ কিছু হবে; আর ওরে বলসে একটা পাথর সরায়ে একটু দূরে নিতে (ফাইজলামি না; সিরিয়াস। এইটাই কমবেশি ওর ফুল ট্রেইনিং মেন্যু; কসম)। ভাইতো এইরকম কমন পাওয়া প্রশ্নে একদম বোর্ড স্ট্যান্ড করা মার্কস নিয়া পাস করসে সেই ট্রেনিং এ।
এরপর অইখান থেকে বের হয়ে ভাইটা 'মানবতা সেইভ' করে।
আর কিছু কইতাম না; কারণ বলার মতন স্টোরিই নাই। যা আছে তা ক্যামনে কয় আমি জানি না।
গল্পে রাইটারের যা ইচ্ছা হইসে লেখসে। এরা প্রথমে কিছু একটা দিয়া 'path' এ যায়; সেইখানে একটা দরজা দিয়া একটা আলাদা জগতে যায়; সেইখানে আবার আরেকটা আলোর দরজা দিয়া আবার কই জানি যায়। সেইখানে আবার এরা চুরি চাকু দিয়া ফাইট করে (৫টা এলিমেন্টের মাস্টার একেকজন আবার!)।
মানে যা-তা অবস্থা আর কি!
মাঝে দিয়ে কিছু 'সাইন্স' ব্যাখ্যা করসে পুরা সিরিজে; অইডি শুনলে বাসার সব সার্টিফিকেট পুড়ায়ে দিতে মনে চাইতে পারে।
একটা ক্যারেক্টারও নাই যার উপর কিছুটা interest জন্মায়। হিরো তো যেইটা কইলাম; কাঠের টুকরা একটা পুরা। ওরে যদি ভিলেন কষ্ট দিয়া দিয়া মাইরাও লাইত; একটুও মনে হয় খারাপ লাগতো না আমার।
আর SFX ইফেক্ট নিয়া কিছু বলব না আমি। পরে দেখা যাবে একাউন্ট ব্যান কইরা দিবে সামু। তার চেয়ে মনে মনে গালি কল্পনা করে নেন।
অনারেবল মেনশনঃ শেষ দৃশ্য। সেকেন্ড সিজন আনার জন্য কিছুটা loose end রেখে দেওয়ার desperate attempt. That scene was so weird lame and out of place; I don't have the proper vocabulary to express how I feel about that.
'aga porota dakan tarpor somalosona corta aesan' - গোষ্ঠীর জন্য পুরাটা শেষ সিন পর্যন্ত দেখার পরে আমার একটাই প্রশ্ন - আমার এতোগুলি ঘন্টা ফেরত দিবে কে?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৮