অভিমানী রাজ্যে তুমি ছড়িয়ে দিলে শতবর্ষী ফুল,
ঘ্রানে ব্যাকুল,
মরুময় সুরের হারমোনাইজড ভার্সনে গান গাই,
কি যেন পাই,
কেউ জানিনা কোথায় কার শেষ বিন্দুর অস্তমিত অবস্থান,
যেখান থেকে উঁকি দিয়ে ভালোবাসা যায় শেষ নিঃস্বাশ অবধি।
বিরহী মনে তুমি ছড়িয়ে দিলে বিশৃঙ্খল উম্মাদনা,
বাঁচার প্রেরণা,
ক্যাকটাসের কাটায় জীবন্ত স্কেচ করে তুলি দুই হাতে,
থেকো সাথে ,
কেউ জানিনা কোথায় না বলতে পারা ভাষা গুলোর খোঁজ,
চোখের ইশারায় যাদের প্রতিশব্দ মস্তিষ্কে রক্তক্ষরণ করে।