সেক মুজিব সুটকেস গুছিয়ে পাকিস্তান চলে গিয়েছিল দেশকে ইতিহাসের সর্বশ্রেষ্ট বিপদে রেখে। তাজউদ্দিন সাহেবকে বলেছিল নাকে তেল দিয়ে ঘুমাতে। মেজর জিয়ার উই রিভোল্টের হাত ধরে যে যুদ্ধের শুরু, সে যুদ্ধ করলো বাংলার আপামর জনতা। যুদ্ধে জয় আসল। জিতল বাংলাদেশ। সুচতুর আওয়ামীলীগ দাবি করল তারা মুক্তিযুদ্ধ করেছে।
ভারত মুখিয়ে ছিল পাকিস্তান ছেদ করতে। তারা এগিয়ে না আসার কোন কারণ ছিল না। এক পয়সার সাহায্য দিয়ে ১০০ পয়সার মালামাল লুট করে নিয়েছিল বিজয়ের পরে। সেই ভারতই চক্রান্ত করে বাংলাদেশকে সবসময় দাবিয়ে রাখছে। বাংলাদেশে সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ বজায় রেখে উন্নয়ন বাধাগ্রস্ত করা ভারতের র এর প্রধান এজেন্ডা।
সেটা এতদিন আওয়ামীলীগ (এজেন্ট) দিয়ে করে আসছিল। এখন যদি জনগণ এদের চিরকালের মত দাবিয়ে না রাখে, তবে এক সময় বিপদ আবার আসবে, আবার গণহত্যা হবে, দেশে আরেকটা ৩.০ লাগবে।
ব্লগার জ্যাকেল ব্লগার জুল ভার্ন এর একটি পোস্টে (২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৮) মন্তব্য করেছে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৬