আমি শুনেছি,
বিদ্রোহী কবিতার দারুণ শ্লোগান।
আমি শুনেছি,
তীব্র কন্ঠে কবিতা আবৃত্তির টান।
আমি শুনেছি,
দরদী সহমর্মি সে গজল।
আমি শুনেছি,
সুমিষ্ট সে দুরুদে রাসূল।
আমি শুনেছি,
হে কবি! তোমার কবিতা পাঠের মন্ত্রমুগ্ধ ঘ্রাণ।
আমি শুনেছি,
সুরের রিংটোন নজরুল সংগীত গান।
আমি শুনেছি,
বারবার ফিরে আসবে এই দিনক্ষণ।
আমি শুনেছি,
দীর্ঘায়ু তোমার এ শুভ জন্মদিন।
কবি কাজী নজরুল ইসলাম স্মরণে...
১. ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০৪ ০