দ্বিতীয় যৌবন
চাঁদের শুক্রবার নেই-
আমাবস্যা কখনো ঘুমাইনি
বৃষ্টি ফোঁটা টাঙানো জানালার করিডরে
কাশফুল ছুঁইছুঁই পানি জানে শিহরণ
ঢেঁকি জানে প্রিয়তমা কতটুকু নাচে।
রোদের কপালে টিপ চিহ্ন নেই-
আশ্বিন মাসে প্রেমিকরা প্রেমে পড়ে বেশি
পাল তুলে নৌকা চলে বিবাহযাত্রায়
কুলোয় উড়ে নতুন বউয়ের ঘোমটা
ঠোঁটের ম-ম গন্ধে স্বামীরা দীর্ঘশ্বাস নিয়ে বাঁচে। বাকিটুকু পড়ুন