সিগারেট পুড়ে ছাইপাঁশ হয়
ভিতরে পোড়ে দেহের কলকব্জা
হাঁটুপানি দেহের কাম তৃষ্ণার ঘাম
পেটের ক্ষুধা কা কা ডাকে
যৌবন ফুরিয়ে কাকতাড়ুয়া হয়ে যাওয়া।
হিংসুটে পৃথিবী হিংস্র মনোভাব
সস্তায় পড়ে থাকে লাশ
উনুনের আগুনে পুড়ে কপালের লিখন
রাস্তায় বেওয়ারিশ দেহের দেহব্যবসা
রাতের সূর্যটা মোমবাতির আলো।
সিগারেট বয়স হওয়ার আগেই পুড়ে নিঃশেষ হয়ে যায়
নারী-দেহে যৌন গন্ধ আসার আগেই ঠোঁট কামড়াতে শুরু করে
বৃদ্ধ বয়সী যৌবন বালিশের সাথে সংগম করে
পেটের ক্ষুধায় নাভির নিচে কাপড় পড়ে কাজের বুয়া।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২০ দুপুর ১:৫৫