১) আমার এক বন্দ্ধুর কাছ থেকে শোনা। ওর গ্রামের বাড়ীতে বোকা কিছিমের এক ছেলে কাজ কোরতো।একদিন এক কুকুর ওর পায়ে কামড় দিয়ে বসলো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হল।
ডাক্তার: কোথায় কামড় দিছে?
উত্তর: বাংলা ঘরের বারান্দায়।
ডাক্তার: তোমারে কোথায় কামড় দিছে?
উত্তর: কইলাম না, বাংলা ঘরের বারান্দায়।
অগত্যা আমার বন্দ্ধু ওর পায়ের ওপর থেকে লূংগি উঠিয়ে দেখাল।
২) আমার সহকর্মি ঢাকা থেকে সীতাকুন্ড যেয়ে কাজে যোগ দিতে দেরি কোরলো। কারণ? ফেনী কলেজের ছাত্ররা রাস্তা আটকে মিছিল করছিল। আমাদের বস ( যার বাড়ী ফেনী) বিশ্বাস করতে পারছিলন না।
বস: রাস্তা আটগাই শ্লোগান দ্যার, ক্যান?
উত্তর: জ্বী।
বস: কি শ্লোগান দ্যার?
উত্তর: হেনী কলেজের ট্যাঁয়া লই বাইচচালি চইলত ন।
বস: আর কি শ্লোগান দ্যার?
উত্তর: হেনী কলেজের ট্যাঁয়া লই চদর বদর চইলত ন।
অতঃপর বসের আস্থা অর্জন।