
ঘটনাটা কিছুক্ষণ আগের। শরীর অসুস্থ মনে হওয়ায় ফার্মাসীর দোকানে গেলাম ওষুধ কিনতে। আমার স্বাস্থ্য ভালো না , তার ওপর ঝোলা জিন্সের প্যান্ট পরে গায় দিয়েছি শর্ট শার্ট। মোটা মানি ব্যাগটা প্যান্টের পেছনের পকেটে ফুলে ফেঁপে ঢোল হয়ে রয়েছে। হঠাৎ পেছনের পকেটে কার যেন হাত পড়তেই জোরে চেপে ধরলাম। চমকে উঠলাম , দেখি দাদীমার বয়সী এক বৃদ্ধা ! অনেক বয়স হয়ে গেছে । ভিক্ষা করেন। তিনি হেসে ফেললেন , কিরে ভাই , ভয় পাইছস ? আমি চুরি করি না , চুরি করব ক্যান ? দরকার হইলে চায়া খামু । মুহুর্তের মধ্যে প্রচন্ড রাগটা কেমন যেন মিইয়ে গেল। আমার খুব কষ্ট লাগলো। এই বয়সে তাঁর নাতি -নাতনী নিয়ে সুখের জীবন কাটানোর কথা ছিল , পরম করুনাময়ের কাছে প্রার্থনা করার কথা ছিল জগতের শান্তির জন্য , আশির্বাদ করার কথা ছিল অনাগত যে প্রজন্ম আসবে তাদের জন্য। মানুষ কতটা কষ্টে থাকলে , কতটা সময় না খেয়ে থাকলে , কতটা দূর্বিষহ জীবন যাপন করলে এই শেষ বয়সে এসেও মানুষের পকেট মারা যায় সেটা নিজের চোখে না দেখলে আমি হয়তো বিশ্বাসই করতাম না। আমি কোন কথা বলতে পারলাম না ঘটনার আকস্মিকতায়। তিনি বললেন , ভাই আমারে কিছু দিবি না ? আমি যে না খায়া আছি । আমি তো চুরি করি নারে ভাই। আল্লাহ তোরে ভালো করবো। আমি মানিব্যাগ খুলে তার হাতে কিছু দিয়েই দ্রুত অফিসের সিঁড়ি ধরলাম.... । মাথার মধ্যে সেই কথা বাজতে থাকলো , আল্লাহ তোরে ভালো করবো।
হায়রে আমার আল্লাহ , অর্ধ মৃত মানুষের মাঝে তুমি সুখ খুঁজে পেতে পারো তবু জীবন্ত লাশের মাঝে আমার ভালো থাকার দরকার নেই ...!!!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:২৪