
আমার স্বপ্নরা ধীরে ধীরে বড় হয়ে উঠে
ছাপ পড়ে যায় তাতে সুনীল সাগরের সুনীল জলের
প্রতিনিয়ত আমি বড় হয়ে উঠি
নাগরিক সভ্যতায় , সেমিনারের জোরালো ভাষণে ;
হাততালির বাহবা কুড়ায়ে
প্রতিনিয়ত আমি ছুটে যাই আমার স্বরলিপির কালো কালির আলিঙ্গনে।
আমি দক্ষ হাতের কারুশিল্পী হয়ে স্বপ্ন সাজাই
সোনালী ফ্রেমের মোটা চশমার ফাঁক গলে।
মৃত শব্দরা প্রাণ পেয়ে জেগে ওঠে আড়মোড়া ভেঙ্গে
আমার সুনিপুণ কথামালার ভঙ্গিমায়,
প্রতিনিয়ত আমি বড় হয়ে উঠি প্রেস থেকে দেশ জোড়া খ্যাতি নিয়ে।
কালো কফির মগে চুমুক দিতে দিতে
আমার বেশ ভালো লাগে কাঁপা কাঁপা হাতে কারো কপোল ছুঁতে,
মেঘলা আকাশের বাদল দিনে অথবা পড়ন্ত সোনার আলোয়
আজিজ মার্কেট থেকে শাহবাগের রাস্তায়
তোমার মুখ মনে করে প্রতিনিয়ত আমি বড় হয়ে উঠি ;
তুমি বলেছিলে আমাকে নাকি খুব বড় হতে হবে
তোমার সে চাওয়া অপূর্ণ রাখিনি আমি ,
আমি প্রতিনিয়ত বড় হয়ে গেছি দেশ কাল গন্ডি পেরিয়ে
সোনার থালায় কবিতার অর্ঘ্য সাজিয়ে
তোমার পায়ে আমার মৃত্যুকে বলিদান দিয়ে।।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪২