
এদের একজন নর্থ সাউথ এবং অন্যজন (মাটা করে) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ে। দুইটা ভার্সিটিই একেবারে পাশাপাশি। ভার্সিটি খোলা থাকলে দিনের বেলায় হয়তো তাদের একশ হাতের মধ্যেই আমি থাকি।
যাই হোক বিতর্ক অনেক হয়েছে। তাদের নিয়ে লিখা পোষ্টগুলা ফেইসবুকে গনহারে শেয়ার হয়েছে। ব্লগেও গতদুইদিন ধরে বিষয়টা আলোচিত ছিলো।
এদের একজন ফেইসবুকে স্টেটাস দিয়ে ক্ষমা চেয়েছে বিষয়টির জন্য।

তারা অনুতপ্ত। আমরা সবাই তাদের এই নগ্ন পাকিপ্রেম দৃষ্টিভঙ্গিকে ঘৃণা জানাই। কারণ যেই পাকিস্তানি নরক থেকে মুক্তি পাওয়ার জন্য ৩০ লক্ষ লোক প্রাণ দিলো বিজয়ের মাসে সেই পাকিস্তানের পতাকা গালে একে লাফালাফি করাটা আসলেই দৃষ্টিকটু।
অনেকে দেখলাম তাদের মা-বোনকে দিয়ে গালি দিচ্ছে। বিষয়টা অতিরঞ্জিত। তাদের এদেশেরই সন্তান। দেশের ক্ষতি যেমন তারা করতে পারে তেমনি উন্নতির কিছু হলে তারাই করবে। তারা আমাদেরই একজন। তারা এখন বিষয়টা নিয়ে দারুন অনুতপ্ত। ছোট ভাই মনে করে তাদের ক্ষমা করে দেওয়া উচিৎ।
পাকি-মনা মানসিকতা বা মানসিক দাসত্বের প্রতি সর্বদাই ঘৃণা জানাই।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:০৪