কখন যে কার কপালে কি ঘটবে তা আগে থেকে কেউ বলতে পারবে না। অর্থ, বিত্ত, রুপ, গুণের কারনে সাময়িক কিছুদিনের জন্য হয়তো সময়কে নিজের মত করে চালানো যাবে! কিন্তু সময় আপনার ইচ্ছা আর কর্ম অনুযায়ী চলবে এমন আশা করলে ভুল হবে।
.
আসলেই সময় সবার আসে। কারো হয়তো দুইমাস মাস পরে আসে আবার কারো ২০দিন পরে আসে। একদিন না একদিন সময় সবার-ই আসে। কারো উপর জুলুম করলে, কাউকে কটাক্ষ করলে অহংকার করলে, হিংসা করলে সিউর থাকুন একদিন আপনারও একই সিচুয়েশনে পরতে হবে। আবার কেউ ছেড়ে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। সময় নিজেই একদিন এর শোধ নেবে।
.
অল্প কয়দিনের জীবন, তারচেয়ে অল্প কয়দিনের টাকা পয়সা, রুপ গুনের ছড়াছড়ি! এরপরও মানুষের এত অহংকার কোথা থেকে আসে বুঝি না। কখন যে কার কি পরিবর্তন হবে তা সত্যিই সময় সঠিকভাবে নির্ধারণ করে দেয়। ইট মারলে যেমনটি পাটকেল খেতে হয়। অহংকার পতনের মূল।
.
সুতরাং মানুষ হয়ে মানুষ মূল্যায়ন করা উচিত কোনও জাতি, ধর্ম বিভেদ নয়।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৭