এই যে ছবিটা দেখছেন, এখানে তিনজন একজনকে পেটাচ্ছে। যারা পেটাচ্ছে, পোশাকেই তাদের পরিচয় আছে। যাকে পেটানো হচ্ছে, তাঁর নাম ফজলুল হক। তিনি ফুলবাড়ীয়া কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষক। ছাত্র-ছাত্রীদের কাছে খুব প্রিয় একটি নাম ফজলুল হক স্যার। কম করে হলেও ২৫ বছর ধরে ফুলবাড়ীয়া কলেজে তিনি শিক্ষকতা করছেন। যেখানে পেটানো হচ্ছিলো, তার পাশের বিল্ডিংটাই টিচার্স বিল্ডিং। ঠিক এভাবেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে আরেকজন সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ স্যারকে। রসায়নের হেলাল স্যার হাসপাতালে।
পরিতাপের বিষয়, এত বড় ঘটনার পরেও শিক্ষক-সমাজ ও শিক্ষকনেতারা নির্বিকার। বোঝা গেলো, বাংলাদেশে শিক্ষকতা পেশাটি সুবিধাবাদ, চাটুকারিতা আর ভয়ের কাছে বিক্রি হয়ে গেছে। যারা জাতির মেরুদণ্ড সোজা ও সবল করে গড়ে তোলে, তারাই এখন চিংড়ি মাছের সমতুল্য এক প্রাণী।
#অপু
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭