"মা আগে, না বউ আগে"
চাচাতো ভাইয়ের
বাসায় গেলাম।
দেখি, ভাতিজাটা ড্রয়িং রুমে বসে পড়া লেখা করছে।
জিজ্ঞেস করলাম,
- কিরে তোর আব্বু-আম্মু
কোথায়?
- পাশের রুমে, ঝগড়া করছে।
- ঝগড়া করছে মানে??
এমন সময় দেখি, ভাই ভাবী ড্রয়িং রুমে এসে হাজির।
- ভাইয়া ভাবী কেমন
আছো তোমরা??
- ভাবী সাপের মতো ফোঁস
করে উঠে বললো, আগে তুই এর বিচার করবি, তারপর
বলবো কেমন আছি।
- ভাইয়াও খেঁকিয়ে উঠে বললো, হ্যাঁ, আজ তুইই
এর বিচার করবি।
- আরে, মহা ঝামেলায় পড়লাম তো।
তোমরা কি নিয়ে ঝগড়া করছো,
তাইতো জানি না।
ঝগড়ার কারণ না জানলে বিচার
করবো কিভাবে?
- ভাবী বলে উঠলো,
আচ্ছা তুই বল,
মা আগে, না বউ আগে?
- পাশ থেকে ভাইয়া চেঁচিয়ে বলে উঠলো,
অবশ্যই মা আগে।
- ভাবী ফোঁস করে বলে, না,
অবশ্যই বউ আগে।
- দুই জনকে থামিয়ে বললাম,
ডিম আগে, নাকি মুরগী আগে,
এই প্রশ্নের কথা শুনেছি।
কিন্তু মা আগে, নাকি বউ আগে, এই প্রশ্নের
কথাতো আগে কখনো শুনিনি।
এই বিচার করা থেকে আমাকে রেহাই দিলে হয় না?
-দুই জনই একসাথে খেঁকিয়ে উঠে বললো,
না, এর বিচার তোকেই
করতে হবে।
- আচ্ছা। বিচার যেহেতু আমাকেই করতে হবে, সেহেতু তোমরা তোমাদের
যুক্তি উপস্থাপন করো।
ভাইয়াঃ ব্যথা পেলে আমরা বলি, ওরে মা রে।
ওরে বউরে, একথাতো বলি না।
আবার, খুব অসুখ হলে, মনের অজান্তেই বলে উঠি, মাগো, মরে গেলাম গো।
একথাতো বলি না, বউগো, মরে গেলাম গো।
সেহেতু, মা আগে।
অবশ্যই বউ আগে নয়।
- কথার মধ্যে যুক্তি আছে।
এইবার ভাবী, তুমি তোমার যুক্তি উপস্থাপন করো।
ভাবীঃ আল্লাহ্, পৃথিবীতে প্রথম পাঠিয়েছেন, আদম এবং হাওয়াকে।
হাওয়াকে পাঠিয়েছেন আদমের বউ হিসাবে, মা হিসাবে নয়।
সেই হিসাবে বউ আগে।
অবশ্যই মা আগে নয়।
- কি সাংঘাতিক!!!
এক্কেবারে অকাট্য যুক্তি।
এইবার তুইই বল,
কে আগে? মা নাকি বউ?
-দুই জনের যুক্তি শুনে, পুরাই ক্রাশ খেয়ে গেলাম। দুই
জনের যুক্তিই
অকাট্য।
কি বলবো ভেবে না পেয়ে,
অবশেষে বললাম,
- অর্ডার, অর্ডার।
বিচারকার্য আগামী সাত
দিনের জন্য মুলতবি ঘোষণা করা হইলো
এখন আপনারাই বলেন....................?????
#অপু
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭