যে মেয়েটার সঙ্গে রাগ করে একরাত কথা বলি নাই এই জন্য ৬১ টা ম্যাসেজ সেন্ড করে সেই মেয়েটা রাতের পর রাত আজ আমায় ভুলে থাকতে পারছে এটাই বাস্তবতা, একটা ম্যাসেজের উত্তর দিতে দেরি হলে যে মেয়েটা রাগারাগি করে অবস্থা খারাপ করে ফেলত সেই মেয়ের ম্যাসেজ আজ ১মাস হল পাইনা এটাই বাস্তবতা।
.
একমাস আগেও আমাদের মধ্যে দুরত্ব ছিল অনেক কিন্তু মনের দিক থেকে সেটা কয়েক হাত কিন্তু এখন আমি কোথায় আছি, সেই কথা মেয়েটা মনে হয় একবারও ভাবে না এটাই বাস্তবতা।
.
একমাস আগেও মেয়েটা বলত তার নাকি ঘুম আসত না সে চলে যাওয়ার পর আজ সে শান্তিতে ঘুমায় কিন্তু আমার চোখে ঘুম নেই এটাই বাস্তবতা।
.
একমাস আগেও মেয়েটা পড়াশোনা বাদ দিয়ে আমার একটা কল কিংবা একটা ম্যাসেজের আশায় ফোনসামনে নিয়ে বসে থাকতো তাই আমি মাঝেমধ্যে ভয় দেখাতাম যে আর যোগাযোগ করব না মেয়েটা কেঁদে দিত ! কিন্তু আজ তাকে আর ভয় দেখাতে হয় না, দিনের পর দিন যোগাযোগ না করেই আছে মেয়েটা আর কাঁদে না এটাই বাস্তবতা।
.
যে মেয়েটা আমায় পাওয়ার জন্য পিচ্চি মেয়ের মত হয়ে আমার সব কথা মানতে রাজি সেই মেয়েটাই আমায় ভুলার জন্য আমার কান্না ভেজা অনুরোধ অগাহ্য করে এটাই বাস্তবতা।
.
মেয়েটার অতীত বর্তমান ভবিষত্ জেনেও যখন আমি তারউপর বিশ্বাস রাখলাম সেখানে মেয়েটা আমার ভবিষত্ কল্পনা করে আমার উপর বিশ্বাস হারালো এটাই বাস্তবতা।
.
মেয়েরা অতি তাড়াতাড়ি তার অতীত ভুলে যায় এরা অতি তাড়াতাড়ি একটা জিনিসের উপর আকৃষ্ট হয় আবার অতি তাড়াতাড়ি ভুলে যায় একটা বিষয় ভুলে যায় তার স্মরণীয় মূহুর্তগুলো কারণ এদের মন হয় অত্যন্ত নরম মেয়েরা খুব সহজেই তার নতুন পথ চলতে পারে কিন্তু এরা কঠিন বাস্তবতার সম্মুখীন হতে ভয় পায় এটাই বাস্তবতা।
.
কিন্তু একজন ছেলেকি তার অতীতকে ভুলতে পার খুব সহজে ? না কারণ একজন ছেলের আবেগ মন অত্যন্ত কঠিন ঠিক পাথরের মত সেখানে যেমন অতি তাড়াতাড়ি আচড় কাটা যায় না, তেমনি আচড় কাটলে খুব সহজে মিশে যায় না একজন ছেলে তার দুঃস্বপ্নের মত অতীত নিয়ে গুমড়ে গুমড়ে কাঁদে কিন্তু সে কাঁদার নাগাল কেউ পায় না, এটাই বাস্তবতা।
.
সর্বশেষ একটা কথাই বলব যে ছেলেটা আপনাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদতে পারে জেনে রাখেন ঐ ছেলের মত ভালবাসাতে আপনাকে পৃথীবির আর কেউ পারবে না আকড়ে ধরে রাখার চেষ্টা করুন এসব মানুষদের কঠিন বাস্তবতা।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩