গত এক বছর আগে আমরা পাঁচ জন ফ্রেন্ড ফ্লাটটি ভাড়া নিই ব্যাচেলর থাকব বলে। দিব্বি কেটে যাচ্ছিল দিনগুলো। কিছুদিন আগে হঠাৎ বাড়িওয়ালা এসে বলে সব ব্যাচেলর ভাড়াটিয়াদের আগামী মাসে ঘর ছেড়ে দিতে হবে।
.
কারণ ব্যাচেলরদের জন্য ফ্যামিলিওলাদের প্রবলেম হয়। কারেন্ট চলে গেলে ব্যাচেলর ছেলে গুলো বেলকনিতে আসে ফলে উনাদের ম্যাডামরা আসতে লজ্জাবোধ করে। তাহলে কি আমরা ব্যাচেলর বলে বেলকনিতে আসবো না? রুমের ভিতরেই গরমে সিদ্ধ হয়ে যাব? ছাদে তো উঠতেই পারি না, কারণ আমরা ব্যাচেলর। আমার কথা হল, এক ফ্যামিলির পুরুষটা অন্য ফ্যামিলির মহিলার দিকে তাকাচ্ছে আবার এক ফ্যামিলির আমার মত উপযুক্ত ছেলেটি অন্য ফ্যামিলির উপযুক্ত মেয়েটির দিকে তাকাচ্ছে সেগুলো কি প্রবলেম না? যত প্রবলেম আমাদের কে নিয়ে কারণ আমরা ব্যাচেলর।
.
যাই হোক,নতুন বাসা খুজতে হবে।তাই যেখানেই To let সেখানেই যোগাযোগ। বাড়িওয়ালার প্রথম প্রশ্ন ফ্যামিলি না ব্যাচেলর?
-আংকেল ব্যাচেলর।
-সরি ব্যাচেলর দের ভাড়া দিই না।
.
শালার ব্যাচেলর লাইফটাই যেন অভিশাপ। ভাবছি বিয়ে করব। আবার ভয়ও হয়, মেয়ের বাবা যদি বলে ব্যাচেলর এর কাছে মেয়ে বিয়ে দিব না....?? :-) :-p
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪