আগে বলতে শুনতাম, "এই তোর ‘ভালবাসার’ মানুষটা কেমন আছে?"
এখন বলতে শুনি, "তোর ‘জিএফ’ এর খবর কি রে মাম্মা?"
.
আগে বলতে শুনতাম, "জানিস ওরা ‘ভালবেসে’ বিয়ে করেছে!"
এখন শুনি, "জানিস, ওরা ‘প্রেম’ করে বিয়ে করেছে!"
.
প্রেম--ভালবাসা’ এবং ‘জিএফ/বিএফ--ভালবাসার মানুষের’ মধ্যে আকাশ পাতাল পার্থক্য!
জীবনে অনেক মানুষের সাথে প্রেম করতে পারলেও অনেক মানুষকে ভালবাসা যায় না;
জীবনে অনেক গুলো জিএফ/বিএফ থাকলেও অনেক গুলো ভালবাসার মানুষ থাকতে পারে না। থাকা সম্ভবও না।
.
জীবনে, একজনকেই ‘ভালবাসা’ যায়; ‘ভালবাসার মানুষ’ একজনই থাকে...
কাছে অথবা দূরে, নিজের বুকে অথবা পরের বুকে।
মো: মাকমাদুল হক অপু
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৭