somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরকালের পথে যাত্রা ( পর্ব ১) আপনি যদি বিশ্বাস করে থাকেন আপনি মরবেন না তাহলে এই পোষ্ট পড়ার কোনো দরকার নাই।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি-

আমরা মানব জাতি দুনিয়াতে এমন একটা ধারনা নিয়ে বেচে থাকি যে, এ দুনিয়াটা আমাদের । এটাই আমদের থাকার স্থান , ঘরবারি এখানেই আছি থাকব যেন এটা আমাদের চিরদিনের আবাস স্থান। কিন্ত যে বাস্তবতা আমরা জানিনা বা জানতে চাইনা সেটা হলো আমরা মুলত একটা ট্রেনে ভ্রমন করছি যে ট্রেনটা একটা একটা স্টেশন পার করে সর্বশেষ একটা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই দুনিয়ার জীবন হচ্ছে এমনি একটা স্টেশনের শুরুমাত্র। আমরা এই দুনিয়ার নই বা এই দুনিয়াও আমাদের নয়। আমাদের হাতে একটি টিকেট রয়েছে যেই টিকিটের তিনটি অংশ রয়েছে। যখন আমরা মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসি সেই টিকেটের প্রথম অংশটুকু ছিরে ফেলা হয়, তার পরদুনিয়াতে একটা নতুন জীবনের পর যখন আমরা মৃত্যুবরন করি তখন টিকিটের দ্বিতীয় অংশটাও ছিরে ফেলা হয়। আমদারে হাতে থেকে যায় টিকেটের একটি অংশ যেটা জান্নাত বা জাহান্নামে প্রবেশের সাথে সাথে ছিরে ফেলা হবে যেটা হবে আমাদের চুরান্ত গন্তব্য স্থল। এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা আমরা নই, আমাদের দীর্ঘ সফরের ক্ষুদ্র একটা অংশ এই দুনিয়ার জীবন।তাই রাসুল (সাঃ ) বলেছেন-"এই দুনিয়াতে তুমি এমন ভাবে বেচে থাক যেন তুমি একজন মুসাফির"
রাসুল (সাঃ ) দুনিয়ার বাস্টবাতাকে আরো ভালোভাবে তুলে ধরার জন্য তুলনা করে বলেছেন যে - ধর একটা মানুষ মরুভুমির পথ ধরে এগিয়ে যাচ্ছে এবং সে দেখলো একটা গাছ সে এটার নিচে কিছুক্ষন বিশ্রাম নিলো তারপর পুনরায় উঠে তার অসম্পুর্ন যাত্রার পথে চলা শুরু করলো। আমাদের জীবনটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার মত সামান্য সময়ই মাত্র। প্রতি সেকেন্ডেই আমাদের জীবনের একটা অংশ নিঃশেষ হয়ে যাচ্ছে আমরা এই দুনিয়ার কেউ নই তাই আমাদের প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য। আর এবিষয়টা নিয়েই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লেকচার সিরিজ "পরকালের পথে যাত্রা'

আসুন প্রথমেই আমরা জেনে নেই কেন এই বিষয়টা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করবো, কেন আমরা এগুলি শুনব ? আসলেই সব কাজের পূর্বে এর উ্দ্দেশ্য জেনে নেয়া দরকার। ১নং কারন হলো আখিরাতের উপর বিশ্বাস ইমানের একটি অংশ।এর গুরুত্ব সম্পর্কে আমরা সবাই পড়েছি। ২নং বিষয়টা নিয়ে আমরা বর্তমান সমাজচিত্র নিয়ে একটু আলোচনা করব। কেন আজ এজন মুসলিম মদপান করছে, ব্যাবিচার করছে , সুদের সাথে জরিয়ে পরছে, মিথ্যা বলছে অথচ সে একজন মুসলিম। এগুলো কেন হচ্ছে ? আমাদের মূল সমস্যাটা কোথায় ? ভালো করে খেয়াল করুন সায়েদেনা আয়েশা (রাঃ ) একটা কথার দিকে, ওনার এই একটি কথাতেই আমাদের সামাজিক জীবনের একটা ইস্টেহার বা প্রোগ্রাম দেওয়া আছে। তার এই একটি কথা যদি আমরা মেনে নেই তাহলে ইনশাআল্লাহ আমরা আমদের জীবনে ব্যপক পরিবর্তন দেখতে পাব।

আয়েশা (রাঃ ) বলেন -" যদি কোরআনে সর্বপ্রথম নাজিল হতো যে তোমরা মদ খেয়োনা, তাহলে লোকে বলত আমরা মড খাওয়া কখনই ছারব না। যদি সর্বপ্রথম এই আয়াত নাজিল হতো 'তোমারা যেনা ব্যাবিচারে লিপ্ত হইয়ো না তাহলে লোকরে বলত আমরা কখনই যেনা ব্যাবিচার থেকে বিরত হব না । কেন ? প্রথেমই যডি এই ধরনের আয়াত নাজিল হতো লোকেরা এগুলি থেকে নিজেদের সরিয়ে নিতে অস্বীকার করত। কিন্তু কোরআনে সবার আগে সে বিষয়টা বলা হয়েছে সেটা হলো জান্নাত এবং জাহান্নাম। মানুষের মন আল্লাহর দিকে আকৃষ্ট হওয়ার পর এসেছে হালাল এবং হারামের হুকুম গুলো।

আপনি যদি খেয়াল করেন দেখবেন মক্কা জীবনে শরিয়তের আইন কানুন বা বিধি নিষেধ তেমন একটা নাজিল হয় নি । বিধি নিষেধ বেশি নাজিল হয়েছিলো মাদানী জীবনে। মাক্কী জীবনে ছিলো এই বিধি নিষেধ মেনে চলার জন্য একটা প্রস্তুতির সময়।এ সময়টা ছিলো নিজেদের ইমানকে পরিপূর্ন করার সময়।আর সেটি কিভাবে ছিলো সেটি ছিলো জান্নাত ও জাহান্নাম বারবার স্মরন করার মাধ্যমে। আখিরাতের জীবনকে স্মরন করার মাধ্যমে।তাই মাক্কী জীবনে বারাবার বলা হয়ে গায়েব বা অদৃশ্যের কথা। যেন মানুষের হ্রদয় আল্লাহ (সুবঃ ) প্রতি অনুগত হতে পারে।এর পর আল্লা(সুবঃ ) হালাল এবং হারামের আয়াতগুলো প্রকাশ করা শুরু করলেন, যখন মানুষের অন্তরগুলো আল্লাহর হুকুম আহকাম মানার জন্য তৈরী হয়ে গেলো।

ইসলাম সম্পর্কে বর্তমান মুসলিমের একটি বড় সমস্যা হলো অগ্যতা তারা ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানেনা। এটি যে একমাত্র সমস্যা তা নয় যেমন সবাই জানে মদ পান হারাম তবু কিছু মানুষ মদ পান করছে, সুদ হারাম তবু অনেকে সুদের সাথে জরিত, সবাই জানে জামাতে সালাত আদায়ে গুরুত্বের কথা তবু মানুস এগুলোর ব্যাপারে একেবারে উদাসীন। এর কারন হলো আমাদের ইমান বা বিশ্বাসের অপর্যাপ্ততা। আমাদের অন্তরগুলো আজ পাথরের মত শক্ত হয়ে গেছে।পরাকালের জীবনের প্রতি ভয়ই পারে আমাদের এই পাথর অন্তরকে নরম করতে।
রাসুল ( সাঃ ) বলেন - আমি যা জানি তোমারা যদি তা জানতে তাহলে বেশি বেশি কাদতে আর অল্পই হাসি ঠাট্রা করতে।

পরকালের জিবনের বাস্তবতা আমদের খুব কাছ থেকে অনোভব করতে হবে যেমনটা করেছেন সাহাবাগন ও আলী(রাঃ )। তিনি বলেন - জান্নাতকে যদি আমার সামনে আনা হয় আমি ততটাই ভালোবাসব যতটা না দেখে বাসি আর জাহান্নামকে যদি আমার সামনে আনা হয় ততটাই ভয় পাব যতটা না দেখে ভয় পাই। তিনি এই দুনিয়াতেই বেচে ছিলেন তবে এমন ভাবে যেন তিনি জান্নাত ও জাহান্ণামকে দেখতে পাচ্ছেন এটাই হলো ইমান ও বিশ্বাস।

আসুন আয়েশা (রাঃ ) হাদিসে ফিরে যাই। ১৯৩০ সাল আমেরিকার কংগ্রেস মদ নিষিদ্ধ করে একটি আইন পাশ করলো। এই আইনের বাস্তবায়নে ৫লক্ষ লোক জেলে বন্ধী হলো, মিলিয়ন মিলিয়ন ডলার ব্যায় হলো, হাজার জাহার মানুষ নিহত হলো তবু মদপান বন্ধ করা গেলো না এমনকি বেড়ে গেলো। মানুষ নিজেদের ঘরে মদ বানানো শুরু করলো। মদ বানানোর অসাস্হ্যকার পরিবেশের কারনে কিছু রোগ মহামারি আকারে দেখা দিলো। এক পর্যায়ে সরকার বাধ্য হয়ে আইনটি বাতিল করে এই হলো বর্তমান শক্তিধর আমেরিকা। সুভানআল্লাহ মুসলিম হোক অমুসলিক হোক সবাই বুঝতে পারে মদপান শরীরের জন্য ক্ষতি।

তথাকথিত শক্তশালি আমেরিকা একটি সামান্য আইন পরয়োগে ব্যার্থ হলো। এইবার আসুন আমরা ১৪০০ বছর আগে ফিরে যাই।জীবরাইল (আঃ) আয়াত নিয়ে হাজির হলেন রাসুল(সাঃ ) কাছে-হে মুমিনগন এই যে মদ জুয়া,প্রতিমাএবং ভাগ্য নির্ধারন তীর এই গুলা সয়তানের অপবিত্র কাজ ছারা কিছুই না।অতএব এগুলো থেকে বেচে থাকো, যাতে তোমরা কল্যান প্রাপ্ত হও।


একটি মাত্র আয়াত । এই আয়াতটি নিয়ে জীবরাইল (আঃ ) রাসুল(সাঃ ) কাছে হাজির হলেন। রাসুল (সাঃ ) কোনো সেনা বাহিনী, পুলিশের সাহায্য ছারাই শুধু আয়াতটি সাহাবাদের পড়ে শুনালেন সাহাবারা সাথে সাথে মদিনার রাস্তায় বের হয়ে ঘোষনা করলেন মদ খাওয়ার বৈধতা ইসলামে আর নেই।আনাস ইবনে মালিক(রাঃ ) ঘোষনা করেন আমি কয়েকজন সাহাবাকে মদ পরিবেশন করছিলাম এমন সময় শুনলাম মদপান হারাম আমি সাথে সাথে আমার হাতে মদের জগটি ফেলে দিলাম, অন্যান্যরা তাদের হাতের গ্লাস ফেলে দিলেন যারা গিলে ফেলেছিলেন তারা সর্বোচ্চ চেষ্টা করলেন বমি করে ফেলে দিতে। বলা হয়ে থাকে মদিনার রাস্তায় এর পর মদের বন্যা বয়ে গিয়েছিলো। কোনো আইণ প্রয়োগকারী সংস্থা বা জোর ছারাই বাস্তবায়ন হয়ে গেলো আল্লাহর আইন। কেন ? যেটা ১৪০০ আগে সম্ভব হয়েছিলো সেটা কেন আধুনিক আমেরিকায় সম্ভব হলো না ? এর মুল কারন হলো ইমান ও তাকওয়া।সাহাবারা নিজেদেরকে এভাবেই আল্লাহর দেওয়া আদেশ মানতে প্রস্তুত করে রেখেছিলেন। আমাদেরকেও তা করতে হবে। আড় এটা সম্ভব হবে তখনই যখন আমরা আখিরাতের ব্যাপারে চিন্তা করবো। আখিরাতে সম্পর্কে জানবো এবং নিজদের মধ্যে এ ব্যাপার গুলো নিয়ে চিন্তা করবো।
আমাদের এই আলোচনায় পরকালের দিকে সেই মহা যাত্রায় পর্যায়ক্রমে অনেক গুলি বিষয় আসবে যেমন- ছোট বিচার দিবস, মৃত্যু, কবরের জীবন, কিয়ামতের আলামত যেগুলোর মধ্যে ছোটো বড় সব গুলো আলমাত নিয়ে আলোচনা করা হবে।এর পর আসবে বিচার দিবস, পুনরুথ্থান ও বিচার দিবসের সেই ভয়ানক পরিস্হিতি, জবাদিহিতা হিসাব নিকাশ ও প্রতিফল ফলনের বর্ননা।
সবশেষে চুরান্ত গন্তব্য জান্নাত ও জাহান্নামের বর্ননা।

এটা এমন এক যাত্রা যেটাই সবাই অংশ গ্রহন করে। আখিরাতের যাত্রা শুরু হয় মৃত্যুর মধ্য দিয়ে।
মৃত্যু হলো ছোট বিচার দিবস। বুখারীতে আছে একবার রাসুল (সাঃ ) কাছে কিছু বেদুইন এসে জানতে চাই লেন বিচার দিবস কখন শুরু হবে ? রাসুল (সাঃ ) বেদুইনদের মধ্যে সবচেয়ে ছোট বালকটিকে দেখিয়ে বললেন এই বালকটি বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের সকলের বিচার দিবস শুরু হয়ে যাবে অর্থাৎ মৃত্যু হয়ে যাবে।
আল্লাহ (সুবঃ ) বলেন - আল্লাহর সত্বা ব্যাতিত সব কিছুই ধ্বংস হবে।বিধান তারই এবং তোমরা তারই কাছে ফেরত আসবে। চলবে সাথে থাকুন।

)আনোয়ার আল আওলাকির বিখ্যাত লেকচার দি হেয়ারআফটার বা পরকালের যাত্রার বাংলা অনুবাদ)


সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।

লিখেছেন সোনাগাজী, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮



এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

×