কয়েকদিন ধরে দেখি বিভিন্ন সিনেমা ভিত্তিক গ্রুপে সেন্সর বোর্ডরে নিয়া গালাগালি শুরু হইছে। কিসের জন্য সেন্সর বোর্ড মুভিতে বেড সিন কিংবা চুমুর দৃশ্য নিষিদ্ধ করছে। ভালোইতো হইছেরে ভাই। এখন অন্তত ফ্যামিলি মিলে ছবি দেখা যাবে।
না, তাদের মতে এটা অবশ্যই খারাপ। একটা ডিরেক্টরকে স্বাধীনতা দেয়া উচিত। তাকে কোনো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য অবশ্যই শয়ন দৃশ্য প্রয়োজন হয়। অন্তরঙ্গতা বুঝাইতে হইল চুমুর দৃশ্য মাস্ট। কাহিনী বুঝাইতে কাপড় খোলা দেখানো যেতেই পারে ব্লাহ ব্লাহ ব্লাহ।
আরে ভাই এটা ছাড়া অন্তরঙ্গতা বুঝানো যায় না? এই সো কলড অন্তরঙ্গতা আকারে ইঙ্গিতে বুঝালে চলে না?
এক সিনেমাবোদ্ধা দেখি পোস্টে লেখছে স্বামী কি স্ত্রী কে চুমু খায় না? তাঁরা কি কখনোও উলঙ্গ হয়না?
হয়, অবশ্যই হয়। তবে সেইটা তারা কাউকে দেখায়না। তারা যদি কখনোও কাউকে নিজের জীবনের গল্প বলবে তখন কি তারা তাদের উলঙ্গ হওয়ার দৃশ্যের কথা বলবে? তাহলে কেনো তারা দর্শককে তা দেখাবে। জীবনের গল্প বলতে হলে এইটুকু বাদ দিলেও চলে। এটা কাহিনীর কোনো অংশ না।
- কিন্তু দাম্পত্য জীবনে যে তারা যা করে তা যে অসমাপ্ত থেকে গেলো। বিষয়টা রসকষহীন হয়ে যাবেনা?
- তাহলে ভাই তাদের টয়লেট করার দৃশ্যও দেখান! দেখাবেন যখন সম্পুর্ন দেখান না? নাহলে যে বদ হজম হবে!
যেই সব মুভিতে এইসব নগ্ন দৃশ্য দেখানো হয় তা দুই শ্রেনীর দর্শক দেখে। একদল আসলেই মুভি দেখতে যায়। আরেক দল যায় শিষ বাজাতে। যখনই কোনো চুমুর সিন আসবে, তাদের সর্ব প্রথম কাজ হবে শিষ বাজানো।
এদের মধ্যে অনেকে আবার ট্রেলারে গরমা গরম দৃশ্য দেখে এসে মুভি দেখে কিছু পায় না তখন চিল্লা চিল্লি শুরু করে দেয়।
ভেবে দেখুন, একটা প্রোডিউসার কেনো তাঁর এইসব দর্শক হাতছাড়া করবে?
এইজন্য এই নগ্ন দৃশ্য দেয়রে পাগল! সিনেমারে সম্পুর্ন করার জন্য না।
একজনের প্রশ্ন, ভাই, ওয়েস্টার্ন মুভি কে নিশ্চয় বাজে মুভি বলবেন না কিন্তু তারাও তো দেয়। তাদের ছবিতে দেখা যায় ওপেন প্লেসে চুমু খায়, তাহলে?
হ্যাঁ তো ? এটা কি ওয়েস্টার্ন এলাকা? ওদের কালচার এটা। অরা ওপেন প্লেসে চুমু খায়। তারা প্রায় নগ্নই ঘোরে। তারা ন্যুড বিচে যায়। কিন্তু বাংলাদেশ তো সেরকম না! বাংলাদেশের কালচারটাই ভিন্ন। অস্ট্রেলিয়ায় শেন ওয়ার্ন তার ছেলের সাথে একসাথে বসে আমেরিকান পাই দেখে। আপনে একবার আপনার বাবারে নিয়া ট্রাই কইরেন।
কেউ বলবেন দেশটা পিছাইয়া যাইতাছে। অন্যন্য দেশ কত আগাইয়া গেছে!
নগ্নতা বুকে ধারন করা যদি দেশ আগানো হয়, আধুনিকতা হয়, তাহলে হয়তো আপনি এখনোও পুরাপুরি আধুনিক হতে পারেন নি।
- কেমনে?
- একবার তাইলে আপনার মেয়েরে সিনেমায় পাঠান। পারলে আপনার স্ত্রীরে। এইবার আপনে আমেরিকান পাই(যেহেতু আধুনিক দেশের ছবি) টাইপ একটা মুভি বানান। অইখানে আপনার স্ত্রীরে নেন।। পারবেন? পারবেন না?
যদি পারেন, তাহলে আপনার আর সানি লিয়নের ডিরেক্টর স্বামীর মধ্যে কোনো প্রার্থক্য রইলোনা।
যাইহোক, আসল কথাটা হচ্ছে আপনি দেখতে চান? মুভি? না সেই সব অন্তরংগ দৃশ্য? যদি তাই দেখতে চান তো আপনার জন্য 3X মুভি আছে, এইসব না।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭