এটা এক চোরের কাহিনী। লেখা চোর। আমার ব্লগে (http://www.amarblog.com) লেখে। মাথায় হয়তো মগজ ফাকা তাই মাথায় কিছু আসে না। কিন্তু নিজেকে তো ব্লগার বানাতে হবে, তাই না? এর যে এক সর্টকাট উপায় আছে, তা এই ছাগ ছানার মাথায় ঠিকই আসছে।
তাই সব ব্লগ সে ঘুরে বেড়ায়, আর কপি পেস্ট করে চলে। বেচারা বুঝলোনা যে একদিন ধরা পড়তে হবে। এই ছাগল মনে হয় বাংলাও লিখতে জানে না। তার নিজের কোনো পোস্টেই তার কমেন্ট দেখলাম না।
ও! তার আগে বলে নেই, এই ছাগ ছানার নাম অমিথ হাসান।
তো দেখা যাক তার নকলের বাহারঃ
অমিথ হাসানের লিঙ্কঃ বিয়ে: আকাঙ্ক্ষা থেকে অনীহা
মুল লিঙ্কঃ বিয়ে: আকাঙ্ক্ষা থেকে অনীহা
বিডি টুডে ব্লগ থেকে কপি করছে বেচারা।
অমিথ হাসানের লিঙ্কঃ এমন চাপা মারে যা পাগলের কাছেও ধরা
মুল লিঙ্কঃ এমন চাপা মারে যা পাগলের কাছেও ধরা
অমিথ হাসানের লিঙ্কঃ ফেইসবুক ও ব্লগে ছবি নিয়ে মিথ্যাচারের ভয়াবহতা!!!
মুল লিংকঃ ফেইসবুক ও ব্লগে ছবি নিয়ে মিথ্যাচারের ভয়াবহতা!!!
এই লেখাটা আসলে আরজেলের। এই লোকটা কে আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি না। কিন্তু তাতে কি নকল তো নকলই, তা যার কাছ থেকেই নকল করুক।
অমিথ হাসানের লিঙ্কঃ ছোটোগল্পঃ কাঁচা মানুষ
মুল লিংকঃ ছোটোগল্পঃ কাঁচা মানুষ
এটা সামু ব্লগের প্রফেসর শঙ্কুর লেখা থেকে নকল।
অমিথ হাসানের লিংকঃ জীবনের প্রতি এক গভীর বিরক্তিবোধ, অসহ্য যন্ত্রণা।
মুল লিঙ্কঃ হাজারো স্বপ্নের ভালোবাসা শেষ কেন আত্মহত্যায়?????
আবারোও আরজেল। এতো দেখি আরজেলের মহা ফ্যান! অবশ্য পোস্টের নাম পাল্টিয়ে নিছে।
এই চোরের পোস্ট দেখতে দেখতে নিচের এই পোস্টটা দেখলাম।
পোস্টের নামঃ সামুতে রেজিস্ট্রেশনে এই সমস্যা কেন ??
ভাবলাম, বাইচা গেছি, এই ছাগ ছানা সামুতে ল্যাদা ছড়াইতে পারে নাই। পোস্টের ভিতর যেয়ে দেখলাম, লেখাটা অনেক সুন্দর করে গুছিয়ে লেখা। সন্দেহ হইলো। দিলাম গুগলে সার্চ।
হা মাতঃ
তুমি দ্বিধা হও,
আমি তন্মধ্যে প্রবেশ করি।
আবালটা এইটাও কপি করছে সামুর অপুর্ণর ব্লগ থেকে।
অমিথ হাসানের লিঙ্কঃ ~~~ সামুতে রেজিস্ট্রেশনে এই সমস্যা কেন ?? ~~~
মুল লিঙ্কঃ ~~~ সামুতে রেজিস্ট্রেশনে এই সমস্যা কেন ?? ~~~
আপনাদের মনে হইতে পারে, এই চোর চুরি করছে তাতে কি হইছে, আপনার তো কোনো ক্ষতি করে নাই!
না ভাই আমারো ক্ষতি করছে। আমারও একটা লেখা কপি করছে।
অমিথ হাসানের লিংকঃ রেসলিং : যেখানে খেলাটা একটি অভিনয়!
আদি ও আসল লিঙ্ক : রেসলিং : যেখানে খেলাটা একটি অভিনয়!
একটা ব্লগার কোনো পোস্ট দেয় তার নিজের মাথা থেকে বের করে কিংবা ওয়েবের বিভিন্ন আনাচে কানাচে থেকে তথ্য বের করে- তার নিজের ভাষায় লিখে। আর যদি সিরিয়াস লেখা হয়, তাহলে তো কত রেফারেন্স মারত হয়। আর এই লেখা যখন চুরি হয়, তখন খারাপই লাগে। তোর আমার লেখা পছন্দ হইলে আমার লেখাকে রেফারেন্স বানাইয়া নিজের মতো কইরা লেখ, তাওতো হয়। কিংবা শেষে কার্টেসি দে, তাও তো দিবিনা।
ছাগ ছানা অমিথ! এখন মানুষ হওয়ার চেষ্টা কর।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০১