যেথায় থাকবে প্রথম দেখা,
প্রথম ভালো লাগা, ভালোবাসার কথা ।
থাকবে মুচকি হাসির কথা,
যে হাসি আমায় করেছিল মাতাল,করেছিল বিমহিত।
থাকবে হাজার মানুসের ভীরে চুপটি করে হাত ধরে দাড়িয়ে থাকা।
লুকিয়ে আলতো ভাবে কান টেনে ভালবাসি বলা,
লিখব তোমায় প্রথম স্বপ্নের কথা,
কত রাত জেগে দেখেছি ,
নির্ঘুম চোখে,
পূর্ণিমা নয়ত কোনো অমাবশ্যয়া রাতে।
লিখতে লিখতে মনে আসবে
আরো অনেক স্মৃতি,
সব লিখব আমার প্রেম পত্রে।
প্রথম যেদিন একান্ত ভাবে পেয়েছিলাম তোমায়
লিখব সেদিনের কথাও।
হালকা আলিঙ্গন,কপালে ছোট একটি চুম্বন,
শিহরণ জাগিয়েছিল যুগল জীবনে,
সেদিন ছিল আমার ভালোবাসার স্বার্থকতা,
সব স্বপ্নের আংশিক পূর্নতা।
হাজার ব্যস্ততার মাঝে ছুঁটে এসেছ একটি বারের জন্য দেখতে।
তুমি ভুললেও আমার আজো মনে আছে,
তুমি না বলেছিলে শ্বাস যতক্ষণ আছে,
তুমিও থাকবে ততক্ষণ।
তবেআজ কেন আমার প্রেম পত্রের
শেষটা বিরহ দিয়ে হোলো?
শুধু প্রশ্নই করে গেলাম।
উত্তর টা নিজের কাছেই রেখে দিও।