তুমি আগেও আসনি।
তুমি আজো আসবে না।
তবুও কেন বুভুক্ষের মত
দিনের পর দিন জানালার দিকে তাকিয়ে থাকা?
চোখের কোনে যে মরীচিকা-ছায়া,
তা তো কেবলি মরীচিকা।
তবুও কেন বুভুক্ষের মত
দিনের পর দিন জানালার দিকে তাকিয়ে থাকা?
কৈশোর পেরিয়েছি সেই কবে,
তবুও আজও কেন প্রতিক্ষা ফুরায় না।
আজও কেন বুভুক্ষের মত দিনের পর দিন জানালার দিকে তাকিয়ে থাকা?
ঠিক করেছি কাল আমি তোমার জানালায় তাকাবো না।
কাল থেকে আমি আর একদিনও তোমার জানালায় তাকাবো না।
কাল থেকে আমি নতুন বাতাসে নিঃশ্বাস নেব।
অনেক হয়েছে,
এখন আমিও দেখতে চাই,
পর্দার আড়াল থেকে শূন্য রাস্তার মোড় দেখতে তোমার কেমন লাগে।
তোমার মতো আড়াল থেকে আমিও হাসতে চাই করুনার হাসি।
আমি সহ্য করছি বছরের পর বছর,
তুমি পারবে তো?
আমি কিন্তু সত্যি আর ফিরব না তোমার জানালায়।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১১ দুপুর ১:০৫