একটা সময় ছিলো। ঝড়ের আগে ছুটতে পারতাম। কাঠ ফাটা রোদ্দুরে মাইল কে মাইল হাটতে পারতাম। সাতার পারতাম না, পারলে হয়তো মহিলা ব্রজেন দাস হয়ে যেতাম। আজ জীবনে অর্ধেকটা পার হয়ে পেছনে তাকিয়ে অবাক হয়ে যাই। মানুষটা কি আসলেই আমি ছিলাম?
আমিই তো ছিলাম। এই আমিই তো ...
তাহলে?
এখন ক্যানো হালকা দমকা হওয়া দেখলে নিজেকে গুটিয়ে ফেলি? হিমালয় ছুবার স্বপ্ন দ্যাখা মানুষটা ক্যানো আর বিজয়-তাজিংডংকেই ছুঁতে পারি না। আমাকে তো কেউ এখন আর বেঁধে রাখে না, আমাকে তো এখন আর কেই মাথার দিব্যি দিয়ে ঘরে থাকতে বলে না। তবে আজ কেনো থেমে যাই, কেনো হাঁপিয়ে উঠি ক্লান্ত হবার আগেই? বুড়িয়ে যাচ্ছি কি?
** অনেক দিন পর কি-বোর্ডটা হাতে নিয়েছি। যারা র্ধৈয্য ধরে পড়ে বিরক্ত হলেন তাদেরকে বিরক্ত করার জন্য দঃখিত।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১১