অসুস্থ বাবা তার ঘরে, বিছানায় শুয়ে আছেন। সাদা দেয়াল, সাদা চাদর, চার দিকে পবিত্রতার শুভ্র গন্ধ। বাবার গালে একচিলতে রোদ পরছে। পদ্ম বাবার পাশে বসে আছে, হাতে একটা বাটিতে পানি। ভাইয়া রেজার দিয়ে সাবধানে ধীরে ধীরে বাবাকে শেভ করিয়ে দিচ্ছে ... ... এভাবেই গল্পটা এগোবে।
এবার এক সত্যি বাবার গল্প বলছি ... ক্যান্সারে আক্রান্ত হবার পর ব্যায়বহুল শল্য চিকিত্সা করাতে রাজি হন নি তিনি। অনুরোধ, আকুতি, মিনতি, রাগ - কতোবার কতো ভাবে বলা হয়েছে। তার ঐ এক কথা - 'যে কটা টাকা জমেছে, যারা বাঁচবে তাদের জন্য রেখে যেতে চাই।'
সবাইকে ছেড়ে চলে যাওয়া বাবার টাকাগুলো এখন গরিব কিছু ছেলে-মেয়ে কে স্বপ্ন দেখতে সাহায্য করে। এমন বাবাকে নিয়ে ছবি বানাবো না তো কাকে নিয়ে বানাবো ...
ছবি সূত্র: রাজন ও এক অচেনা শিশু, আদিবাসী দিবস, ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৪১