# "মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়..." এর আদলে করা কয়েকটা ইঞ্জিনিয়ারিং ভার্শন,
১) ইঞ্জিনিয়ার ল্যাবে গেলে ঝিমায়, ক্লাসে গেলে ঘুমায়, কারণে অকারণে ঘুমায়...
[নিজের এক্সপেরিয়েন্স

২) ইঞ্জিনিয়ার পড়তে বসলে ফেবু গুতায়, না বসলেও ফেবু গুতায়, কারণে অকারণে গুতায়...
[ আসে-পাশের বন্ধুগণের এক্সপেরিয়েন্স ]
৩) ইঞ্জিনিয়ার CT দিলে বাঁশ খায়, না দিলেও বাঁশ খায়, কারণে অকারণে বাঁশ খায়...
[ সিনিওরদের এবং নিজেদের এক্সপেরিয়েন্স]
৪) ইঞ্জিনিয়ার পরীক্ষার আগে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়, CTর আগে-পরে বদলায়...
[ মোটামুটি সবার ই এক্সপেরিয়েন্স। ]
৫) ইঞ্জিনিয়ার ক্ষণে ক্ষণে ট্রিট চায়, উঠতে-বসতে ট্রিট চায়, সিনিওর-ব্যাচমেট এমনকি জুনিওরদের কাছে থেকেও ট্রিট চায়, পরীক্ষা ভালো হইলেও ট্রিট চায় আবার খারাপ হইলেও ট্রিট চায়...
[ ইহা শুনা এক্সপেরিয়েন্স]
ইঞ্জিনিয়ার টাইম পাইলে মুভি দেখে,মাঝে মাঝে গেমস খেলে, PL এর আগেও খেলে পরেও দেখে(4.5 yr experience)
কৃতজ্ঞতা