মানুষ ল'ড়ছে দেশের জন্য,
স্বপ্নে আঁকা নীলাকাশে উড়ছে পতাকা,
প্রাণের বিনিময়ে মুক্তির গান,
শোষণ আর দুঃখের অবসান।
অ”মানুষরা ল'ড়ছে অস্তিত্ব টিকিয়ে,
অন্ধকারে বাঁচার শর্তে বন্দী,
অপকর্মের জালে ঘেরা মন,
স্বার্থের মোহে হারায় বিবেকের ধন।
মানুষ হবেন? নাকি অ”মানুষ?
স্বপ্নের সোপানে দাঁড়িয়ে সিদ্ধান্ত,
স্বাধীনতার মশাল হাতে ধরুন,
অমানিশার কালো ছায়া দূর করুন।
দেশের জন্য ল'ড়াই, নাকি নিজের স্বার্থে?
সিদ্ধান্তটা আপনার, সময়ের হাতে,
মানুষের পাশে দাঁড়িয়ে গড়ুন দেশ,
অ”মানুষের ছলনা ভেঙে এগিয়ে চলুন শেষ।