"ভালোবেসে চলে যেওনা,
ভালোবেসে চলে যেতে নেই।"
তাই যদি হবে তবে কেন ভালোবাসার মানুষগুলি একবুক
কষ্ট দিয়ে এভাবে অকালেই হারিয়ে যায়? আর কত
নির্জন রাতে বিষন্ন অন্তরে একাকী ম্ল্লান
মুখে আকাশের তারা গুনে কাটতে হবে কষ্টের রক্তাক্ত
প্রহর?
আমিও তাঁর এক নগন্য সন্তান। সন্তানের ব্যাথায়
যদি পিতৃহৃদয়ে হাহাকার না-ই উঠলো তবে তুমি কেমন
পিতা? তোমার চোখ কি কখনো ভেজে না তোমারই
সন্তানের নিদারুন ক্রন্দনে? কেন এতো কাঁদাও তুমি,
বার বার দহনে দহনে অঙ্গার করো বুকের জমিন? এ
কিসের খেয়ালীপনা?