******************
আজব এ দুনিয়ায় গজব এলো যে নেমে,
স্তব্ধ শহর,স্তব্ধ নগর,কোলাহল গেছে থেমে।
আজ ভয় শুধু ভয়,ভীষণ ভয়ংকর এই ভয়,
প্রিয়জন নিজ প্রয়োজনে জানি দূরে দূরে রয়।
ফাঁসছে মানুষ,হাসছে বনের পশুপাখি,
প্রিয় পূথিবীটা যেন পাপের মহাসাক্ষী।
মহাশক্তিধর মানুষ হলো শূঙ্খলবদ্ধ কয়েদী,
করুণা করেনি “করনা ভাইরাস” নয় কেউ বনেদী।
ক্ষমতাবান মানুষ হারালো ছিলো যত ক্ষমতা,
হায়, তবুও এ সমাজ পায়নি এতটুকু সমতা !!
কপিরাইট@রহমান লতিফ
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭