জীবনের পথে পথে!
জীবনের পথে পথে দেখেছি নিত্য নতুন কত শত,
কিছুই হয়নি জানা বহুরূপী মানুষের স্বভাবজাত ক্ষত।
কত জনে কত রংমশাল জ্বালায় আকাশ পানে নিয়ে বহু ঘাত-প্রতিঘাত,
কত নদী ভরে ওঠে রক্তপাতে, চলে অস্ত্রের ঝনঝনানি আর স্বার্থের সংঘাত,
সীমাহীন চাওয়া - পাওয়ার দোটনায় আহত মানুষের স্বভাব,
চারিপাশ ঘিরে থাকা অকারণ যাতনা বয়ে আনে অযাচিত অভাব।
কত পথ হারিয়ে যায় অজানা বাঁকে,কত নদী হারায় সাঁকে সাঁকে,
কত চড় জেগে উঠে সরোবরে; মানুষ্য বসতি গড়ে নতুন সাজে।
আজন্ম চাহিদার অসীমতটে আঁকড়ে থাকার নিস্ফল সাধনা,
অসীমের সীমারেখা ছুঁতে নাছোড়বান্দারা হয়ে যায় সর্বহারা।
জয়ের নেশায় অজেয় মানবসভ্যতা চলছে বুকে নিয়ে অভিশাপের রেওয়াজ।
সমান্তরাল ইতিহাসে ধ্বংস আর সৃষ্টির কেবলি শুনি যান্ত্রিক আওয়াজ।
Copyright @Rahman Lotif
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:১২