কবিতা - ভ্যালেন্টাইন -
*********************
কোন লাল গোলাপ কিংবা স্নিগ্ধ হৃদয় নয়,
তোমাকে একটি পেঁয়াজ দেবো
এটি বাদামি কাগজে মোড়ানো একটি চাঁদ,
তাতে আলোর প্রতিজ্ঞা থাকবে
যেন অতি সর্তক অনাবৃত প্রেম।
এখানে
এটা অশ্রুপাত দিয়ে,তোমাকে অন্ধ করে দেবে
ঠিক একজন প্রেমিকের মতো,
এটি তোমার প্রতিচ্ছবিকে
এক কল্পিত দুঃখের ছবি বানাবে।
কোনো মিষ্টি সম্ভাষণ,কিংবা নয় কোন চুম্বন বার্তা,
আমি সত্যবাদী হবার চেষ্টা করছি।
আমি তোমাকে একটি পেঁয়াজ দেবো,
যার ভয়ংকর চুম্বন তোমার ঠোঁটে লেগে থাকবে।
অধিকারে এবং বিশ্বস্ততায়
যেমন করে
দীর্ঘ সময় ধরে আমরা আছি।
এটি গ্রহণ করো,
এর প্লাটিনাম শাখাগুলো সংকুচিত হয়ে পরিণত হবে বিয়ের আংটিতে,
যদি তুমি পছন্দ করো
প্রাণঘাতী,
এই সুঘ্রাণ তোমার আঙুলে আটকে থাকবে
এবং তোমার চাকুতে।
Valentine
Carol Ann Duffy
Not a red rose or a satin heart.
I give you an onion.
It is a moon wrapped in brown paper.
It promises light
like the careful undressing of love.
Here.
It will blind you with tears
like a lover.
It will make your reflection
a wobbling photo of grief.
I am trying to be truthful.
Not a cute card or a kissogram.
I give you an onion.
Its fierce kiss will stay on your lips,
possessive and faithful
as we are,
for as long as we are.
Take it.
Its platinum loops shrink to a wedding ring,
if you like.
Lethal.
Its scent will cling to your fingers,
cling to your knife.
Carol Ann Duffy, From New Selected Poems 1984- 2004 (Picador, 2004).Originally published in Mean Time (Anvil, 1993)
নোট -
২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বৃটেনের রাজকবি (Poet-Laureate)। যিনি প্রথম মহিলা এবং স্কটিশ কবি এবং প্রথম LGBT হিসাবে রাজকবির পদে নিযুক্তি পান। কবি ক্যারল অ্যান ডাফি স্কটল্যান্ডের গ্লাসগোয় ১৯৫৫ খ্রিষ্টাব্দের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন অধ্যাপক ও রাইটিং স্কুলের ডিরেক্টর। তিনি মূলত শিশু-কিশোরদের জন্য লিখে থাকেন। এ পর্যন্ত নানা পুরস্কারেও ভূষিত হয়েছেন,যেমন- Signal Prize for Children’s Verse, Whit bread and forward prizes, আমেরিকা থেকে Lannan and E.M. Forster Prize, ২০০৫ সালে Rapture কাব্যগ্রন্থের জন্য T. S Eliot Prize অন্যতম। বলা হয় ডাফি আধুনিক গদ্য কবিতায় যা মনে আসে সেরকম ‘শব্দ ও বাক্য’ ব্যবহার করেন। তবে এটিকে তার চতুরতা নাকি স্বতন্ত্র কৌশল সাহিত্য বোদ্ধারা তা নিরুপন করতে নিরুপায়।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪২