পরবাসির পুঁথি
লুৎফুর রহমান
শুনেন শুনেন পরবাসি শুনেন দিয়া মন
পরবাসিদের কথা এখন করিবো বর্ণন
আমরা প্রবাস থাকি
আমরা প্রবাস থাকি স্বপ্ন আঁকি বুকের মাঝে তাই
মা মাটি দেশ থাকুক সুখে এটা কেবল চাই
হলাম দেশান্তরি
হলাম দেশান্তরি দেশের লাগি দেশটা থাকে বুকে
সাত সাগরের ওপারে চাই দেশটা থাকুক সুখে
আমরা সকলজনে
আমরা সকলজনে মনে মনে এই কথাটা ভাবী
সুখে থাকুক মা আমারই একটা কেবল দাবি
তবু ব্যথা লাগে
তবু ব্যথা লাগে বিবেক জাগে পেপার টিভি খুলে
লাশের খেলা দেখে সবাই কপালে চোখ তুলে
তবু আশা রাখি
তবু আশা রাখি চেয়ে থাকি সুখের দিনের লাগি
দেশ ও দশের সুখের লাগি আমরা হলাম ত্যাগি
কতো বোশেখ গেলো
কতো বোশেখ গেলো বছর এলো পরদেশেতে ভাই
মায়ের হাতের রান্না খাবার কপাল যেন নাই
মনে দেশের ছবি
মনে দেশের ছবি দেখি সব ই অনুভবের মাঝে
দেশটারে ভাই যায় না ভুলা হাজার রকম কাজে
দেশ মা ভালো থেকো
দেশ মা ভালো থেকো মনে রেখো আমাদেরও তাই
তোমার বদন মলিন গো মা আমরা যে না চাই
তোমার পরশ পেলে
তোমার পরশ পেলে পাখা মেলে মরণ যেন হয়
মরার পরে খোকা যেন তোমার কোলে রয়
আমার সোনার দেশে
আমার সোনার দেশে হেসে হেসে মরণ আমার হলে
রেখো গো মা পরের জনম তোমার চরণ তলে
আমার সোনার দেশে
আমার সোনার দেশে
আমার সোনার দেশে হেসে হেসে মরণ আমার হলে
রেখো গো মা পরের জনম তোমার চরণ তলে
আমার সোনার দেশে
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:২১