বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশ কোনটি?? উত্তর সবারই জানা, এ মুহুর্তে যে বাচ্চা জন্মেছে সেও জানে সেই দেশ কোনটা।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সবথেকে ক্ষমতাধর মানুষ কে??
না, আপনি যাকে ভাবছেন আসলে সে না। ফোর্বস ম্যাজিনের তথ্য মতে ২০১৮ সালে সবথেকে ক্ষমতাধর মানুষ হচ্ছেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিংপিং, আর আপনারা যার কথা ভাবছিলেন তিনি আছেন ৩ নং এ এবং তিনি সেই দেশ অর্থাৎ আমেরিকার সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে খোদ তার দেশের নিউজার্সি শহরে বিশাল বিলবোর্ডে লেখা দেখা যাচ্ছে "Our leader the idiot" !!
(সূত্রঃ Click This Link )
কি সব্বোনাশের কথা!! এসব কল্পনা করা যায়?? কিন্তু সেই রাষ্ট্রযন্ত্র ওই বিলবোর্ডের পোস্টার ছিড়ে ফেলে নাই, যারা সেটা সেটেছেন তাদের আটক করে নাই, মামলা দিয়ে জীবন নাজেহাল করে নাই। হ্যা, এটাই হচ্ছে গনতন্ত্র।
কিন্তু ভেবে দেখেছেন কি যদি কেউ এই কাজ যদি উগান্ডা দেশে করতো, তাহলে কি হতো?? কিংবা উগান্ডা দেশের কোন পাবলিক যদিক তার ফেবুতে এমনটা দিত তাহলে প্রথমে পাবলিস্টকারীর ফেসবুক একাউন্ট ডিসঅ্যাবল করা হতো। তারপর সাদা পোশাকের লোকজন রাতের অন্ধকারে ধরে গুম করে দিত। কিছুদিন পর হয়তো খালেবিলে লাশের সন্ধান মিলতো ( আমি হয়তো কথাটা যোগ করলাম )।
মৃত্যুর বছর দুয়েক পর আবার তার বিরুদ্ধে বোমাবর্ষণের মামলা হতো যেটা উগান্ডায় খুবই স্বাভাবিক !
কারণ এটাতো আপনার নিশ্চয়ই জানা যে, এখন মানুষ বেঁচে থাকলে গুম হয়, মরে গেলে বোমা ফুটায়!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪