বুদ্ধং শরণং গচ্ছামি- (অর্থঃআমি বুদ্ধের শরণ নিলাম)
ধম্মং শরণং গচ্ছামি- (অর্থঃআমি ধর্মের শরণ নিলাম)
হে মগের মুল্লুকে বসবাস রত বুদ্ধের অনুসারীরা, হিউম্যানিটি বা মানবতা শব্দটা তোমরা মুছে ফেলো! তোমাদের গেরুয়া রংয়ের পরিধান কে রক্তের লাল রংয়ে রুপান্তরিত করো, যেমন বুদ্ধের দেয়া ধর্মকে তোমরা হেয় করে পথভ্রষ্ট্র অসুরের রুপ ধারন করেছ!
তোমরা তো জানো যে, ৩১ প্রকার লোকভুমির সর্বশেষ স্তর নির্বাণ (পরম মুক্তি) ইহজন্মে মানুষ যদি রক্তপাত ঘটায় তাহলে মৃত্যুর পর সেই মানুষ ৪ রুপে (তীর্যক, প্রেতলোক, অসুর, নরক) জন্মগ্রহণ করে, আর ইহজন্মে মানুষ যদি ভালো কাজ করে তাহলে মৃত্যুর পর সেই মানুষ বাকি ২৭ লোকভুমিতে গমন করে! এই বাণী আমার না, তোমরা যার ধর্মে বিশ্বাস করো সেই বুদ্ধের! তবে জেনে রাখ হে মিয়ানমারের বুদ্ধ অনুসারীরা, তোমাদের জন্য নরকই উত্তম জায়গা! এইটা আমার অভিশাপ না স্বয়ং বুদ্ধের অভিশাপই তোমাদের উপর বর্শিত হচ্ছে!!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯