বর্তমানে টক অফ দ্যা কানট্রি "মোসাদ"। রাজনীতি সচেতন প্রায় প্রতিটি ব্যাক্তি দিনে না কারো কারোর সাথে এ ব্যাপারে বাগচিৎ করছে। অন্যদিকে বাংলাদেশের ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়া যে ভাবে মোসাদকে চেনাচ্ছে সেটাতে মনে হচ্ছে মোসাদ একটা পাড়া/গলির গোয়েন্দা সংস্থা যারা কিনা ঢাক ঢোল পিটিয়ে, সাংবাদিক এনে ফটোসেশন করে গোপন বৈঠক করে!!
দেশের মিডিয়ার কথা বার্তা শুনলে মনে হবে মেন্দি সাফাদি যিনি কিনা বিশাল বড় মোসাদ এজেন্ট (লুল-- হেসে বাচিঁ নে) তার সরকার উৎখাত গোপন বৈঠক ফ্লাশ হয়ে গিয়েছে। বহুত কামের কাম হয়েছে!!
সরকার উৎক্ষাতের বৈঠক হবে আর র চুপচাপ থাকবে?? আবার সেই বৈঠকের ছবি পত্রপত্রিকায় আসবে?? তাহলে সেটা আবার গোপন বৈঠক হয় ক্যামনে??
আরে ভাই মোসাদ কি এত ভোদাই যে ষড়যন্ত্রমূলক বৈঠক করে, তখন তার কোন প্রমান রাখবে?? তাও আবার আসলাম চৌ. নামের এক তৃতীয় শ্রেণীর ন্যাতার সাথে।
আমাদের জানা উচিৎ সিআইএ, এমআইসিক্স, মোসাদ, র, আইএসআই এই টাইপের গোয়েন্দা সংস্থ্যার লোকজন যখন কোন গোপন ষড়যন্ত্রমূলক বৈঠক করে, তখন তার কোন প্রমান রাখে না।
ভারতের গোয়েন্দা সংস্থা "র"(R&AW) ও ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। আর ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক, এটা সবাই জানে, এ মুহূর্তে যে বাচ্চা দুনিয়াতে জন্মিয়েছে সেও জানে। যদি ভারতের মাটিতে সত্যি এরকম কিছু হতো তাহলে আমাদের সরকারের কেউ ভারতে গিয়ে এর কারণ ব্যাখ্যা জানতে চাইত।
মেন্দি সাফাদি যেভাবে ফেসবুকে তার সব বৈঠক, সফর ইত্যাদির বর্ননা দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে তিনি মোসাদ নয় আসাদের এজেন্ট!!
আসলাম চৌধুরী যে সরল মন নিয়ে বিজেপির আহবানে ভারত গিয়েছিল এবং নিজের অজান্তে ফটো সেসন করে এখন রাষ্ট্রদ্রোহ মামলায় বাঁশ ডলা খাচ্ছেন। এরপর থেকে বিএনপির কোন নেতা এমন মাগনা দাওয়াত খেতে ভারত যাবার আগে মাথায় রাখবেন, ভারত আপনাদের জন্য এমন ফাঁদই সবখানে পাতবে। আপনদেরকে ফাঁদে ফেলবে, তারপর বাকিটা ইতিহাস!!!
আর সজিব ওয়াজেদ জয়ের বিষয়টা খেয়াল করেন। আমি তার অনেক বড় ফ্যান। উনি নাকি মেন্দি সাফাদির সাথে সে বৈঠক করেছে আসলাম চৌধুরীরও আগে। (এখনো জানেন না?? লিঙ্ক দেখুন: https://m.youtube.com/watch?v=-Ewijy-XSkw ) কিন্তু আমরা কেউ কিছুই জানতাম না।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ সকাল ১০:২১