
ঊনিশ শতকে ঢাকার নওয়াব পরিবারের আবাসস্থল ছিলো আহসান মঞ্জিল। মোঘল আমলে এটি বরিশালের জামিনদার শেখ এনায়েতউল্লাহর রঙমহল ছিলো। এরপর ফরাসী বাণ্যিজ্যিক কোম্পানির কেন্দ্র । ১৮৩০ সালে নওয়াব খাজা আলিমুল্লাহ ফরাসীদের কাছ থেকে মহলটি কিনে নেন ও নিজের বসবাসের জন্য পুর্ননির্মাণ করেন।

মূল আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় ১৮৫৯ সালে । শেষ হয় ১৮৭২ সালে। আবদুল গনি তার পুত্র নওয়াব খাজা আহসানউল্লাহর নামে প্রাসাদটির নামকরণ করেন আহসান মঞ্জিল। ১৮৮৮ সালে টর্নেডো আর ১৮৯৭ সালে ভূমিকম্পে আহসান মঞ্জিলের মূল ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নওয়াব আহসানউল্লাহ ভবনটির সংস্কার করেন।
ব্রিটিশ বিরোধী আন্দোলন ও নিখিল ভারত মুসলিম লীগের কার্যক্রমের সাক্ষি হচ্ছে আহসান মঞ্জিল। তখন নওয়াব ছিলেন স্যার সলিমুল্লাহ।

১৯৫২ সালে ঢাকর নওয়াবদের সম্পত্তি ইস্ট বেঙ্গল এস্টেট একুইজেশন অ্যাক্টের আওতায় চলে যায়। নওয়াবদের আর্থিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাঁরা ভবন ছেড়ে দেন। নওয়াব খাজা হাবিবুল্লাহ হলেন শেষ নওয়াব যিনি এ ভবনটিতে বসবাস করেছিলেন।
শেষ দু'টি ছবি উইকিপিডিয়ার সৌজন্যে


নওয়াব স্যার সলিমুল্লাহ ও তাঁর পরিবারবগের্র ছবি (আহসান মঞ্জিলের সম্মুখে তোলা)
১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর আহসান মঞ্জিল বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রনাধীন হয় এবং এখানে জাদুঘর স্থাপন করা হয়।