(এটি আমার ছোটকালের ছোট মস্তিষ্কে একটি কল্পনা মাত্র।সিরায়াস ভাবে না নেয়াই ভালো)
তারিখ: ১৪-১০-১৩
সময়ঃ ২:৪৫
প্রতিদিনের মতো আজ সকালো ভালো ভাবে ঘুম ভাঙ্গলো। এখানে আছি দুদিন।একটা গুদামের মতো ঘর।আমার মতো অনেকেই আছে।সবাই সাস্থ্যবান।আমিয়ো তাদের থেকে কমনা।এখনো আমি যুবক ষাড়।আমার আগের মালিককে টেলিভিশন এনে দিয়েছি লড়াই প্রতিযোগিতায় জিতে।তাই স্বাভাবিক ভাবেই আমার মালিক বেশ ভালো দামে আমাকে দালালের কাছে বিক্রি করেছেন।করবেনইবা না কেন? আমার পিছনে তো আর কম খরচ করেননি।আলাদা কামলা দিয়ে আমার যত্ন করিয়েছেন।খাবারে কখনোই কমতি হয়নি।আমার জিবনের সবচেয়ে কস্টের দিন যেদিন মালিক আমায় দালালের কাছে বিক্রি করে দেন।কস্ট পাইনি এজন্য যে আমার কোরবানি হবে এই ভেবে।আমি কস্ট পেয়েছি মালিকের ক্লাস টু তে পড়া ছেলোটির জন্য যাকে না দেখলে আমার সারাদিন কিছুই ভালো লাগতোনা।সেও আমায় ভীষণ ভালোবাসতো।যেদিন আমার প্রচন্ড রাগ উঠতো সে আমার গলায় হাত ভুলিয় দিলেই আমার সব রাগ পানি হয়ে যেতো।সে আমায় ডাকতো বুলা!!!(যদিও আমার ডাক নাম ছিলো লায়ন) এই নামটা সে কোথায় পাইছে আল্লাহ জানেন।আমার মালিক যখন আমায় দালালের হাতে তুলে দেন তার সেকি কান্না।আমার পাষাণ হৃদয় তখন ভেঙ্গে চুরমার।মন চাচ্ছিল মালিক আর দালালকে গুঁতা দিয়ে ফেলো তাকে নিয়ে দুরে কোথাও পালিয়ে যাই।
আজ সকাল থেকেই আমাকে গোসল করিয়ে পরিপাটি করা হচ্ছে।একটু আগে আমার পানি দিয়ে গেছে। পানি খেলে নাকি শরীর ফুলে যায়।তাতে ক্রেতা আকৃস্ট হয়।আমার দালাল বলছে আমায় বেঁচে সে অনেক লাভ করতে পারবে।সে অনেক খুশি।আমিও খুশি এই ভেবে, আমার কোরবানিতে অন্তত কিছু মানুষ খুশি হবে।সবচেয়ে বড় কথা আল্লাহ খুশি হবেন।
একটু পরেই বাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে।
এখন একটু রেস্ট দরকার।ভাবতে খারাপ লাগছে হয়তোবা এটাই আমার শেষ ডায়রি।