এই তরুণদের পিছনে কোন মন্ত্রী নেই, এমপি নেই, রাজনৈতিক ব্যক্তিত্ব নেই.. এরা জেল, জুলুম সহ্য করেছে নিতান্তই আপনাদের জন্য, মার খেয়েছে নিতান্তই আপনাদের জন্য, মার খেয়েও বারবার তারা রাজপথে গিয়েছে নিতান্তই আপনাদের জন্যই!
আপনি একজন তরুণ হয়ে সারাদিন আওয়ামী লীগ, বিএনপি, জামাতকে গালি দেন, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে হতাশ হোন, পরিবর্তন চান আপনি...
তাহলে সাধারণ ঘরের এই ছাত্রদের বেছে নিচ্ছেন না কেন?
পরিবর্তন কিভাবে হবে? যদি আমি বা আপনি পরিবর্তন না চাই?
কেন আমার বা আপনার মতো সাধারণ ঘরের একজন মানুষকে আপনি নির্বাচিত করবেন না?
যেখানে এই তরুণরা ইতোমধ্যেই পরীক্ষিত... এদের রক্তের সাথে বেইমানি করবেন না, প্লিজ... আমরা সাধারণরা যদি এই নির্বাচনে দেশের ক্ষমতাবান রাজনৈতিক দলগুলোকে ধাক্কা দিতে না পারি, তাহলে মনে রাখবেন তারা আমাদের উপর আরো চেপে বসবে... দেশে একটা তৃতীয় শক্তি দরকার খুব বেশি, এই তরুণরাই হতে পারে সেই তৃতীয় শক্তি!
আরো ভালো করে বললে আমরা সাধারণ মানুষরাই হব তৃতীয় শক্তি! #ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীদের জয়ী করে তথাকথিত রাজনৈতিক দলগুলোকে ধাক্কা দিতে আপনি প্রস্তুত তো?
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৩