“বাংলাদেশ” পৃথিবীর সবচেয়ে ভালো ও সুন্দরতম দেশ। কারণ এই দেশে আমার জন্ম, মৃত্যু হলে এই মাটিতেই আমার দাফন হবে। তাই আমার কাছে পৃথিবীর সবথেকে মায়াময় ও সুন্দরতম দেশ “বাংলাদেশ”। পৃথিবীর প্রত্যেকটি মানুষই যার যার দেশের প্রশংস করে, দেশ নিয়ে অহংকার করে, গর্ব করে, তাই আমিও করি। কারণ আমার দেশ প্রকৃতিভাবে কোন দিক দিয়ে কম নয়, অন্যান্য দেশের তুলনায়। আমার দেশ এক অপূর্ব, সুন্দর মনোরম, নাতীশীতষ্ণ দেশ। আমার দেশের ছয়টি ঋতু যা পৃথিবীর অন্য কোন দেশে নাই।
আমার দেশ কোনদিক দিয়েই কম নয়, অভাবে নয়। অভাব শুধু ভালো মানুষের। অভাব শুধু আমাদের ভালো মন-মানসিকতার। তাই আমাদের দেশে সুন্দর হয়েও সুন্দর না।
আমার একজন সম্মানী শিক্ষক, ভার্সিটির। উনি বড়মানের একজন “কম্পিউটার সাইন্স ইনঞ্জিনিয়ার” তিনি দেশের সরকারি অনেক বড় বড় প্রজেক্টের কাজ করেন। তার একটি সফটওয়্যার কোম্পানিও আছে। এবং তিনি একজন শিক্ষকও। উনি একদিন ক্লাসে বলেছেন- তোমরা হয় বড় কোন ইনঞ্জিনিয়র হও, না হয় বাদ দেও। কারণ এভাবে পড়ালেখা করে এই দেশের মাটিতে ভাত জুটবে না। কারণ এই দেশে তোমাদের কোন মূল্যায়ই করবে না।
উনি তখন একটা কথা বললেন- “তোমরা জানো এই দেশ মেধাদের কোন মূল্যায়ন করে না।” তোমরা জানো আজকের যারা মেধাবী, জ্ঞানী তারা কোথায়? তাদের মূল্যায়ন কোথায় করা হয়েছে? না স্যার জানিনা!
দেশের সম্পদ, দেশের মেধাবী এদেশ থেকে বিলুপ্ত করে দেওয়া হয়, হয়েছে এবং ভবিষতে হবে। কানাডাতে বড় বড় প্রফেসর যারা বাংলাদেশি। অস্টোলিয়া, লন্ডনে অনেক বড় বড় ডাক্তার, ইনঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানীরা পড়ে আছে বড় বড় দেশগুলোতে। কারণ জ্ঞানীদের এদেশে মূল্যায়ন করেনা। তাদের প্রাপ্ততা দেওয়া হয় না। তাদের যে সম্মান সেটা দেওয়া হয় না। তাদের আগাছার মতো উগলে ফেলে দেওয়া হয়। দেশের হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে দেশ থেকে বিদেশে যায় পড়ালেখা করতে। দেশে ভালো ভালো প্রফেসরার দেশের বাইরে পড়ে আছে। তারা নিজের দেশের জন্য কিছুই করতে পারে না। অন্যের দেশের সম্মান আর মূল্য পেয়ে ভুলে গেছে দেশে। আমি তাদের দোষ দিবো না। কারণ তারা সঠিক মূল্যায়ন পেতে, সঠিক সম্মান পেতে সঠিক দেশেই পাড়ি দিয়েছেন তারা।
তাই উপরের প্যারার কথা অনুযায়ী- আমার দেশ এতো সুন্দর থাকার পরও আমরা গর্ব করতে পারি না, অহংকার করতে পারিনা। অন্যান্য দেশের সাথে আমাদের মাথা নিচু হয়ে থাকতে হয়।
তাই আমাদের জানা উচিত-“সঠিক জায়গায়, সঠিক লোক, সঠিক ভাবেই মূল্যায়ন করবে। কোথায়ও যদি কোন মূল্যবান মানুষকে মূল্যায়ন না করা হয় তবে রাগ করতে নেই। বুঝে নিতে হবে আমরা ভুল জায়গায় বাস করছি। মনে রাখবে তারাই তোমাকে মূল্যায়েন করবে, তোমার মূল দিবে, যাদের মূল্যাবোধ আছে, গুন ও গুনীর মর্ম উপলব্ধি করার মতো যোগ্যতা আছে। এমন জায়গায় তোমরা থেকেনা যেখানে তোমার প্রকৃতি মূল্যায়ন করার যোগ্য মানুষের বড্ড অভাব।”
ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৬