আজ সকালের আকাশটা....
সকাল আটটা আট, ২২ জুন ২০২৩
গতরাতে একটা দাওয়াত থেকে ফিরে আমাদের ঘুমাতে ঘুমাতে বেশ দেরি হয়ে গিয়েছিল। সময়মত স্কুলে যাবার জন্য আনায়াকে সকালে আটটার মধ্যেই উঠাতে হয়। তাই সবার আগে ওকে ঘুম পাড়ানো হলো; আমাদের ঘুমাতে ঘুমাতে রাত দেড়টা বেজে যায়। সকালে আদনান প্রথমে উঠে আটটার সময় অফিসে চলে গেল। অন্যান্যদিন সে-ই আনায়াকে ঘুম থেকে তুলে দেয়। যেদিন আনায়ার শয্যা ত্যাগ করতে ইচ্ছে করে না, সেদিন সে আব্দার ধরে ওকে কোলে করে উঠাতে। আজ আমিই ওকে ঘুম থেকে উঠাতে গেলাম। কিছুতেই সে চোখ খুলবে না। মিনিট দশেক কসরৎ করে ওকে রাজী করালাম। কিন্তু ও আব্দার ধরলো কোলে উঠতে। ফ্রোজেন শোল্ডারের ব্যথার কারণে ওকে কোলে নিতে পারি না। তাই ওকে বললাম পিঠে উঠতে। সে বিছানায় দাঁড়িয়ে এক লাফে পিঠে উঠে গলা জড়িয়ে ধরলো। আমি ওকে ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি মুখ ধুয়ে নিতে বলে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। অফিসিয়ালি কানাডায় এখন গ্রীষ্মকাল হলেও, বারান্দায় এসে অনুভব করলাম বাহিরে শীতল বাতাস বহমান, অনেকটা আমাদের দেশের 'বহে মাঘ মাসে শীতের বাতাস' এর মত। আকাশের দিকে তাকিয়ে দেখলাম সেখানে চলছে মেঘ আর সূর্যের মাঝে লুকোচুরি খেলা। এমন শীত শীত সকাল আমার ভালোই লাগে। কিছুক্ষণ শীতল আবেশে দাঁড়িয়ে থেকে উদার আকাশের একটি সুন্দর নৈসর্গিক শোভাকে চক্ষুর শীতলতার জন্য সেলফোন ক্যামেরায় বন্দী করলাম। যেমনটি করেছিলাম গত পরশুদিন সন্ধ্যায়, পূব-আকাশে ওঠা মনোমুগ্ধকর একটি রঙধনুর শোভাকে।
ডিভাইসঃ আই-১৩, চিত্রগ্রাহক লেখক স্বয়ং
স্থানঃ রিজাইনা, কানাডা
সময়ঃ
সকাল আটটা আট, ২২ জুন ২০২৩ (মেঘ-সূর্যের লুকোচুরি খেলা)
সন্ধ্যা নয়টা বার, ২০ জুন ২০২৩ (পূব-আকাশে রঙধনু)
গোমরামুখী আকাশটা....
সকাল আটটা আট, ২২ জুন ২০২৩
"গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক, মন রঙিন,
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর"....
সকাল আটটা আট, ২২ জুন ২০২৩
অকস্মাৎ উদ্ভাসিত পূব-আকাশে রঙধনু.....
সন্ধ্যা নয়টা বার, ২০ জুন ২০২৩
"রামধনু জ্বলে তার গায়".....
সন্ধ্যা নয়টা বার, ২০ জুন ২০২৩
রঙধনুর অর্ধবৃত্ত.....
সন্ধ্যা নয়টা বার, ২০ জুন ২০২৩
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৩ রাত ১:৪৯