somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দর কিছু ব্লগ নিকের নাম

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন ধরে ব্লগার মোঃ মাইদুল সরকার রচিত “ব্লগারদের অদ্ভুত যত নাম” শীর্ষক সিরিজটি পড়ে এই ব্লগের কিছু ব্যতিক্রমী ধরণের, এবং অদ্ভুত তো বটেই, ব্লগ নিকের সাথে পরিচিত হচ্ছি। একজন ব্লগার যখন ব্লগে নাম রেজিস্ট্রেশন করেন, এবং ছদ্মনামে পরিচিত হতে চান, তখন ছদ্মনাম হলেও সে নামটি রাখার পেছনে নিশ্চয়ই তার নিজস্ব কিছু ভাবনা থাকে। আমি মাঝে মাঝে ভাবি, এসব নাম রাখার পেছনে তাদের মনে সেই সময়টিতে কি ভাবনা কাজ করেছিল! যাহোক, আজ আমার লেখার বিষয় কিন্তু অদ্ভুত নাম নয়, কিছু সুন্দর, কাব্যিক, মনছোঁয়া নাম, শুধু নামেই যারা পাঠকের মনে একটা মোহনীয় আবেশ সৃষ্টি করেন, পাঠক তাদের লেখা পড়ে ফেলার আগেই। এসব নামের অধিকারীগণ বেশীরভাগই পুরনো ব্লগার, তবে নতুনদের মধ্যেও বেশ কিছু সুন্দর সুন্দর নাম আমি পেয়েছি। আপাততঃ দৈবচয়নের ভিত্তিতে আমি শুধু নামগুলোই উল্লেখ করছি, পরে ধীরে ধীরে খুঁজে খুঁজে তাদের লিঙ্কও দেয়ার চেষ্টা করবো, বিশেষ করে তাদের, যারা এখন ব্লগে অনুপস্থিত, কিংবা দীর্ঘদিন ধরে অনিয়মিত।

এই নামগুলো পোস্ট লেখার সময় যখন যেটা চোখে পড়েছে কিংবা মনে পড়েছে, সেটাই সেভাবে লিখেছি, কোন বিশেষ ক্রমধারা এখানে অনুসরণ করা হয়নি। কয়েকজনের নামের পাশে হাতের কাছে পাওয়া কিছু পরিসংখ্যান যোগ করেছি, অন্যদের গুলোতেও দেয়ার আশা রাখি। আপাততঃ শুধু এই সুন্দর নামগুলোই উপভোগ করুন!!!

মন্তব্যের ঘরে পাঠকেরাও তাদের পছন্দের এমন কিছু সুন্দর নাম যোগ করতে পারেন, এখানে যা উল্লেখ করা হয়নি (একসাথে অনধিক ৫টি)। :)

সুন্দর নাম রাখলেই যে মানুষের কাজ সুন্দর হবে, এমন কোন কথা নেই এবং এমনটি আশা করাও যৌক্তিক নয়। তবে মোটের উপর আমি দেখেছি, যাদের নাম সুন্দর, তাদের কাজ অসুন্দর নয়। নামের একটা প্রভাব হয়তো অবচেতনে তাদের মধ্যে কাজ করে যায়। :)

এই সব সুন্দর নামের অধিকারীগণ যদি এ পোস্টে এসে তাদের এসব নাম চয়নের পেছনে কি ভাবনা কাজ করেছিল, তা জানান কিংবা নাম সম্পর্কে অন্য কোন তথ্য দিতে চান, তাহলে লেখক ও পাঠক উভয়ে তা সাদরে পাঠ করবেন এবং কৃতার্থ বোধ করবেন।

নামগুলো হচ্ছেঃ
১। অর্ক
২। অয়ি - নবীন ব্লগার, এখানে ব্লগিং শুরু করেছেন মাত্র ৯ মাস আগে। মাত্র ৩টি পোস্ট লিখেছেন, ১০০টি মন্তব্য করার বিপরীতে মন্তব্য পেয়েছেন ৬৭টি।
৩। জুন - ৮ বছর ৮ মাস যাবত নিষ্ঠার সাথে ব্লগিং করে চলেছেন। ২৬৬টি পোস্ট এবং প্রায় ৩১ হাজার মন্তব্য করেছেন।
৪। জানা - কত জনেরে কত অজানারে জানার, বোঝার এবং প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন, দিচ্ছেন!
৫। যোগী
৬। বৃতি
৭। ধ্রুব
৮। কাব্য
৯। অপ্সরা
১০। ওমেরা
১১। স্পর্শিয়া
১২। টুশকি
১৩। বরুণা
১৪। ফোয়ারা – নবীন ব্লগার, তিন সপ্তাহ হলো ব্লগে এসেছেন, মাত্র দু’টি পোস্ট লিখেছেন, ৫০টি মন্তব্য করেছেন।
১৫। আদৃতা - ব্লগিং করছেন ৮ বছর ৩ মাস যাবত। পোস্ট করেছেন ১৫টি, মন্তব্য করেছেন ৩৩৫৪টি।
১৬। রাবার - ব্লগে আছেন ৬ বছর ১ মাস, পোস্ট করেছেন ৭টি।
১৭। করবি
১৮। অক্ষর
১৯। প্রচ্ছদ
২০। মানবী

২১। বৈকুন্ঠ
২২। দর্পণ
২৩। ত্রাতুল
২৪। ক্লে ডল
২৫। নেক্সাস
২৬। ইমিনা
২৭। ক্যাক্টাস
২৮। চাঁদকন্যা
২৯। নীলপরি - ৮ বছর ৫ মাস যাবত একাদিক্রমে ব্লগিং করে চলেছেন। ১৮৪টি পোস্ট এবং ৮৮৩১টি মন্তব্য করেছেন।
৩০। শোশমিতা
৩১। বৃষ্টিধারা
৩২। সুরঞ্জনা
৩৩। খেলাঘর
৩৪। চতুষ্কোণ
৩৫। অজানিতা
৩৬। কাতিআশা
৩৭। অপলক
৩৮। নিরুপমা
৩৯। স্বপ্ন নীল
৪০। খন্ডকাব্য

৪১। অভ্রমালা
৪২। দূর্বাঘাস
৪৩। ভেংচুক
৪৪। লিপিকার
৪৫। জলমেঘ
৪৬। অভ্রমালা
৪৭। বৃষ্টিবৃষ্টি
৪৮। বনস্পতি
৪৯। পুরাতন
৫০। সরলতা - ব্লগে আছেন ৭ বছর ৯ মাস, পোস্ট করেছেন ৪১টি

৫১। উপপাদ্য
৫২। রাখালীয়া
৫৩। মৌ রি ল তা
৫৪। মে ঘ দূ ত
৫৫। পদ্ম পুকুর - একজন ভেটেরান ব্লগার। সম্প্রতি এখানে ব্লগিং এর দশ বছর পূর্ণ করেছেন এবং এর উপরে দশকাহন লিখেছেন। :)
৫৬। সমুদ্র কন্যা
৫৭। অর্কমানিক
৫৮। করুণাধারা
৫৯। কালপুরুষ
৬০। অব্যক্ত কাব্য
৬১। একাকী আমি
৬২। নীল-দর্পণ
৬৩। সাহসী সন্তান
৬৪। দুরন্ত সাহসী
৬৫। অরুদ্ধ সকাল
৬৬।সীমানা পেরিয়ে
৬৭। অবাক মানুষ
৬৮। বিদ্রোহী ভৃগু
৬৯। পাহাড়ের কান্না
৭০। বাবুনি সুপ্তি
৭১। দৃষ্টিসীমানা
৭২। ঘুমকাতুর
৭৩। রুদ্রপ্রতাপ
৭৪। রাতমজুর
৭৫। ঝর্ণার ধারা – উনি মাত্র ২ দিন আগে ব্লগে যোগ দিয়েছেন। এখনো কোন পোস্ট লিখেন নি, কোন মন্তব্যও করেন নি।
৭৬। আকাশনীল
৭৭। আউটকাস্ট
৭৮। নস্টালজিক
৭৯। ধ্রুবক আলো
৮০। অঘ্রান অভ্রু
৮১। বলাকা মন
৮২। নীল কথন
৮৩। নীলনীলপরী
৮৪। মুগ্ধ মানুষ
৮৫। প্রবাসী পাঠক
৮৬। একলা ফড়িং
৮৭। অপর্ণা মন্ময়
৮৮। মৃদুল শ্রাবন
৮৯। আধারে অপ্সরী
৯০। সুপান্থ সুরাহী
৯১। ভ্রমরের ডানা
৯২। একাকী বালক
৯৩। কোজাগরী চাঁদ
৯৪। নিয়নের আলো
৯৫। রিমঝিম বর্ষা
৯৬। শিশিরের বিন্দু
৯৭। শূন্য উপত্যকা
৯৮। আমি ভাল আছি
৯৯। নাগরিক কবি
১০০। অশ্রু কারিগর – ব্লগিং করছেন ২ বছর ৬ মাস যাবত। পোস্ট করেছেন ১০টি, মন্তব্য করেছেন ১৬টি।

১০১। অমাবস্যার চাদ
১০২। তিতিয়ানাতান্তা
১০৩। তিথির অনুভূতি
১০৪। নাইট রাইটার
১০৫। স্বপ্নিল অণুকাব্য
১০৬। স্বপ্নচারী গ্রানমা
১০৭। স্বপ্নের শঙ্খচিল
১০৮। বৃষ্টিভেজা সকাল
১০৯। ইছামতির তীরে - উনি আমজনতার একজন বলে নিজের পরিচয় দিয়ে থাকেন, এবং ওনার একটি স্বপ্ন আছে বলে জানিয়েছেন। ব্লগিং করছেন ৫ বছর ৮ মাস যাবত। পোস্ট করেছেন ১৮০টি, মন্তব্য করেছেন ১৩৮৪টি।
১১০। কঙ্কাবতী রাজকন্যা
১১১। দিশেহারা রাজপুত্র
১১২। রাতের বৃষ্টির শব্দ
১১৩। মুকুট বিহীন সম্রাট
১১৪। আপেক্ষিক মানুষ
১১৫। মেঘনা পাড়ের ছেলে
১১৬। ধূলিকণার অনুনাদ
১১৭। কালপনিক_ভালবাসা - নিকটি তার কাল্পনিক_ভালবাসা হলেও, তার লেখা পড়ে মনে হয় তিনি বাস্তবিক ভালবাসার লোক। এ ব্লগের বিজ্ঞ মডারেটর, তার লেখা পড়ে তাকে একজন ভোজন রসিক ব্যক্তি বলেও মনে করা যেতে পারে।
১১৮। পাঠকের প্রতিক্রিয়া
১১৯। একজন আরমান
১২০। নিঃসঙ্গ গ্রহচারি - ব্লগিং করছেন ৪ বছর ১০ মাস যাবত। কোন পোস্ট নেই, কোন মন্তব্য নেই।

১২১। MirroredDoll
১২২। কলমের কালি শেষ
১২৩। ডাইরেক্ট টু দ্য হার্ট
১২৪। দরজার ওপাশে আমি
১২৫। তুমি আমার সারাবেলা
১২৬। বঙ্গভূমির রঙ্গমেলায়
১২৭। সত্যবাদী মনোবট
১২৮। বোহেমিয়ান কথকতা
১২৯। তারার মেলা মিটিমিটি
১৩০। চেনা মুখ, অচেনা ছায়া
১৩১। সূর্য পুত্র ও চাঁদকন্যা
১৩২। নিভৃতচারীর ডায়েরী
১৩৩। অদৃশ্য সত্তার বাক্যালাপ
১৩৪। অনেক কথা বলতে চাই
১৩৫। জনারণ্যে নিঃসঙ্গ পথিক
১৩৬। স্মৃতির নদীগুলো এলোমেলো
১৩৭। অঘটনঘটনপটীয়সী
১৩৮। মোটা ফ্রেমের চশমা
১৩৯। অতঃপর হৃদয়
১৪০। জলপাতা
১৪২। পুলহ
১৪২। সিলেক্টিভলি সোশ্যাল
১৪৩। খোলা মনের কথা
১৪৪। অনন্ত দিগন্ত
১৪৫। অতৃপ্ত চোখ
১৪৬। অসমাপ্ত কাব্য
১৪৭। পথে-ঘাটে
১৪৮। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
১৪৯। জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র
১৫০। প্লিওসিন অথবা গ্লসিয়ার - ব্লগিং করছেন ৮ বছর ১ মাস যাবত। পোস্ট করেছেন ৬৮টি, মন্তব্য করেছেন ৯৭৪৯টি।

১৫১। মীনোক্ষভাকুলকূবলয় - https://www.somewhereinblog.net/blog/mohamontri - ব্লগিং করছেন গত নয় বছর পাঁচ মাস যাবত, কিন্তু পোস্ট করেছেন মাত্র ছয়টি!
১৫২। রিক্তের বেদন২০১০ - Click This Link - ব্লগিং করছেন গত আট বছর নয় মাস যাবত, কিন্তু পোস্ট করেছেন মাত্র দশটি!
১৫৩। -স্বপ্নজয়- Click This Link - ব্লগিং করছেন গত এগার বছর তিন মাস যাবত, আর পোস্ট করেছেন ২২৭টি!
১৫৪। মেঘাচ্ছন্ন - Click This Link - উনি দশ বছর ছয় মাস যাবত ব্লগিং করছেন, কিন্তু এ যাবত একটিমাত্র দু'লাইনের "ঈদ মুবারক" পোস্ট করার সময় পেয়েছেন। তবে উনি মন্তব্য করার ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। মন্তব্য করেছেন ৬২১৭টি আর মন্তব্য পেয়েছেন মাত্র ৩৭টি।
১৫৫। ঘোর অমানিশায় একলা.... আমি নিশাচর - https://www.somewhereinblog.net/blog/Sajib086- উনি দশ বছর পাঁচ মাস যাবত এ ব্লগে আছেন, কিন্তু ওনার সব পরিসংখ্যান শূন্য.... হয় উনি এতদিন ধরে কোন কিছুই লিখেন নি, অথবা যা কিছু লিখেছিলেন তার সব কিছুই মুছে দিয়েছেন।
১৫৬। চুপচাপ শুনি... Click This Link উনি ব্লগিং করছেন সাত বছর নয় মাস যাবত। কিন্তু স্থায়ীত্বের তুলনায় ওনার ব্লগ সংখ্যা এবং কৃত/প্রাপ্ত মন্তব্যের সংখ্যা নগন্যই বলে চলে। হয়তো এমনও হতে পারে উনি এর চেয়েও (চারটা) অনেক বেশী ব্লগ লিখেছিলেন, কিন্তু কোন কারণে তা সরিয়ে ফেলেছেন। ওনার পরিচয়ে উনি বলেছেন যে উনি প্রচুর বক বক করেন, কিন্তু ব্লগে এসেছেন একটু শোনার জন্য। আশাকরি, উনি শুনে চলেছেন আমাদের সবার কথা...।
১৫৭। ভোরের বাতাস... Click This Link উনি ব্লগিং করছেন আট বছর এগার মাস যাবত। ব্লগে স্থায়ীত্বের তুলনায় ওনারও ব্লগ সংখ্যা এবং কৃত/প্রাপ্ত মন্তব্যের সংখ্যা নগন্যই বলে চলে।
১৫৮। দূর আকাশের নীল তারা... Click This Link উনি ব্লগিং করছেন নয় বছর সাত মাস যাবত। পোস্ট করেছেন ১৯টি, মন্তব্য করেছেন ২৫৮৪টি, মন্তব্য পেয়েছেন মাত্র ৩২৬টি। সর্বশেষ পোস্ট করেছেন ০৭ এপ্রিল ২০১৪ তারিখে।
১৫৯। অদ্ভূত শূন্যতা
১৬০। অণৃণ্য

১৬১। বংশী নদীর পাড়ে... https://www.somewhereinblog.net/blog/roopnagar - তিনি ১০ বছর ১০ মাস ধরে ব্লগে আছেন। পোস্ট করেছেন ১৮৩টি, মন্তব্য করেছেন ১৬৪৩টি, পেয়েছেন ১১৪৪টি।
১৬২। বিলুপ্ত বৃশ্চিক --- বিলুপ্ত বৃশ্চিক
১৬৩। তন্দ্রাকুমারী তার নিকটি পড়ে তাকে নারী মনে হলেও তিনি জানান দিয়েছেন যে তিনি একজন পুরুষঃ "আইডির নামটা মেয়েদের, কিন্তু আমি একজন পুরুষ…"। তিনি ব্লগে নবাগত, ৬ মাস ৬ দিনের ব্লগার।
১৬৪। তপোবণ - গত সাড়ে তিন বছরে একটিমাত্র পোস্ট দিয়ে চুপচাপ বসে আছেন।
১৬৫। দাহকাল - প্রায় আড়াই বছর ধরে ব্লগে আছেন। একটিও পোস্ট নেই।
১৬৬। খেয়ালি দুপুর - ৫ বছর ১ মাস ধরে ব্লগে আছেন, পোস্ট সংখ্যা ১১টি। ১৯ জনকে অনুসরণ করছেন, তাকে অনুসরণ করছে ১৮ জন।
১৬৭। নীল বরফ- https://www.somewhereinblog.net/blog/mitula সিনিয়র ব্লগার, নয় বছর চার মাস ধরে ব্লগে আছেন, পোস্ট করেছেন মাত্র ২৩ টি। সুন্দর ছবি তোলেন, প্রকৃতিপ্রেমী বলা যায়। পাখি ও প্রজাপতি, সাগর সৈকত, নীলাকাশ, রাতের শহর, ফুল ও বাগান (বিশেষ করে গোলাপ ও টিউলিপ) ইত্যাদি নিয়ে ব্লগে বেশ সুন্দর কিছু ছবি ব্লগ দিয়েছেন। মুভিতেও বোধকরি ওনার আগ্রহ রয়েছে, কেননা মুভি রিভিউও লিখেছেন।
১৬৮। কেউ নেই বলে নয় - ক্লিক করলে দেখা যায়, "এই ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে"। তবে এ নামে অবশ্যই একটা ব্লগ ছিল, এবং নামটি সুন্দর।

১৬৯। শ্রাবণধারা-- উনি ১২ বছর ১০ মাস ধরে ব্লগিং করে চলেছেন। পোস্ট করেছেন মোট ১১টি, মন্তব্য করেছেন ১৪৪৬টি এবং মন্তব্য পেয়েছেন ৫২৯টি। উনি কাউকে অনুসরণ করেন না, তবে ৭২ জন ব্লগার ওনাকে আজও অনুসরণ করেন। এত দীর্ঘ সময় ধরে যিনি ব্লগিং করে চলেছেন, সাধারণ হিসেবে তার ঝুলিতে মাত্র ১১টি পোস্ট থাকার কথা নয়; হয়তো তিনি নিজের অনেক পোস্ট ড্রাফট করে রেখেছেন।

নামে কিছু বানান ভুল থাকতে পারে। কারো চোখে পড়লে দয়া করে শুধরে দিবেন, কৃতজ্ঞ থাকবো।

পুরাতন, নতুন সকল ব্লগারকে হৈমন্তিক শুভেচ্ছা! সবাই ভাল থাকুন!!




সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৪ সকাল ১১:৪১
৮৩টি মন্তব্য ৮৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

লিখেছেন শাহ আজিজ, ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১০





যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

আমির হোসেন আমুকে দেখা একদিন....

২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন

=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২



বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×