নীল আর রুপন্তির সম্পর্কের আজ আট মাস পূর্ণ হলো। তবে তাদের রিলেশন অনেক ঘনিষ্ঠ হলেও কখনোই দেখা হয় নি তাদের। ফেবুকে আর ফোন কন্টাকে যতটা জানা যায় ততটাই এর বেশি কিছু না। আর আট মাস আগে নীলের আইডিতে রুপন্তি আইডি থেকে রিকু আসে।
নীলও কনফার্ম করে নেয়। কনফার্ম করার ২০মিনিট পর রুপন্তি নীলকে টেক্সট করে। নীলও রিপ্লেই করে। কথা বলার মাঝেই রুপন্তি জিজ্ঞেস করল,
আপনার নাম কি?? (রুপন্তি)
রায়হান। (নীল)
তাহলে নীল কার নাম????
আমার আইডি নাম।
তাহলে আপনি নিজের নাম দিয়ে আইডি ইউজ করেন না????
না।
কথাটা বলেই নীল ফেবু থেকে বের হয়ে গেল।
রুপন্তি আরো কিছু জানতে চাইল কিন্তু উত্তর পেল না।
পরের দিন রুপন্তি প্রথম থেকেই, হ্যালো দিয়ে শুরু করল। কিছুক্ষণ পর বলে,
কাল আপনাকে কিছু প্রশ্ন করলাম কিন্তু উত্তর পেলাম না। আজ বলবেন।
কি বলব???
আপনি আপনার নাম না দিয়ে অন্য নাম দিয়ে ফেবু ব্যবহার করেন কেন???
সেটা একান্ত আমার ব্যাপার।
তা ঠিক কিন্তু কারণটা তো জানতে পারি, নাকি????
বেশি কিছু জানার দরকার নেই শুধু এটা জেনে রাখুন "নীল" মানে কষ্ট। কষ্টের রং নীল।
বুঝলাম কিন্তু আপনার এত কিসের কষ্ট??
No Reply.
কিছুক্ষণ পর,
কি হলো বলেন, active about 8 minute ago.
নীল মানে কষ্ট কিন্তু রায়হানের কি এমন কষ্ট সেটা জানার জন্য রুপন্তি কৌতূহলী হয়ে উঠল।
তিন দিন পর
আপনি এ কয়দিন ফেবুতে আসেন নি কেন???
এমনিই আসি নি।
আপনি জানেন না?? আমি আপনার জন্য অপেক্ষা করি???
তাই নাকি ?? তো আমার জন্য কেন অপেক্ষা করেন????
আপনার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে।
তাই নািক??
হুম। এখন বলেন আপনার এত কষ্ট কিসের???
সেটা আপনাকে বলতে যাবো কেন?? কষ্ট গুলো একান্ত নিজের হয়। সেখান থেকে কেউ ভাগ নেয় না।
আমি নিতে চাই যদি আপনি দেন।
আজিব তো আপনি কেন আমার কষ্টের ভাগ নিতে যাবেন??
হয়তো আপনার কষ্টগুলো কিছুটা হাল্কা করতে চাই। আর আমাকে " তুমি " করে বলবেন।
নীল বুঝতে পারল " জরুর ডাল মে কুচ কালা হে " তাই সে রুপন্তিকে এড়িয়ে চলা শুরু করল।
কিন্তু রুপন্তি তাকে ছাড়বেনা নীলের কষ্টের কারণ সে জানতে চাই।
নীল ফেবুতে ঢুকা মাত্রই দেখে রুপন্তির টেক্সটে তার ইনবক্স লোড। অবশেষে তার কষ্টের কিছু কারণ বলল আর বলল এত কথা লিখে বলা অসম্ভব।
- তাহলে তোমার নাম্বার দাও,
নীল তার নাম্বার দিল। রুপন্তি কল করল।
এভাবে তাদের মাঝে কথা হয়। নীল তার কষ্টের আংশিক কিছু বলল পুরাটা না। আর কথাগুলা শুনার পর রুপন্তি নীলের প্রতি দূর্বল হয়ে পড়ে। কিন্তু নীলের পক্ষে সেটা যে অসম্ভব।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫