হিলারি ক্লিনটন অথবা ডোনাল্ড ট্রাম্প যেকোন একজনের মুখে ফুটবে শেষ হাসি। শেষ হয়েছে ভোটগ্রহণ, এখন চলছে গণনা। অপেক্ষা আর কয়েক ঘন্টার। এবারের নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ মার্কিন ভোটার ভোট দিয়েছেন। এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ভোটের ফলাফল পাওয়া গেছে তার মধ্যে ট্রাম্প ইলেকটোরাল ভোট পেয়েছেন ১২৭টি। আর হিলারি পেয়েছেন ৯৭টি।
ডোনাল্ড ট্রাম্প যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন: কেন্টাকি (১১), ইন্ডিয়ানা (৮), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওকলাহোমায় (৭), মিসিসিপি (৬), টেনেসি (১১), সাউথ ক্যারোলিনা (৯), অ্যালাবামা (৯), নর্থ ডাকোটা (৩), সাউথ ডাকোটা (৩), নেব্রাস্কা (৫), কেনসাস (৬), আরকানসাস (৬), উওমিং (৫), টেক্সাস (৩৮)।
হিলারি ক্লিনটনের দখলে থাকা অঙ্গরাজ্য: ভারমন্ট (৩), ম্যাসাচুসেটস (১১), ম্যারিল্যান্ড (১০), নিউ জার্সি (১৪), ডেলাওয়ার (৩), ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া (৩),ইলিনয় (২০), নিউইয়র্ক (২৯)।
উল্লেখ্য, মঙ্গলবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় সকাল ৬টা থেকে এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সকাল ৭টা থেকে শুরু হয় ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। এখন শুধু চূড়ান্ত রায়ের অপেক্ষা।
সূত্র: সিএনএন
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৪