অতর্কিতে ডাক দিলে দেখা হবে মায়াবীলতায়
সেই যে বাগানে তুমি ছুঁয়ে দিলে খর হাওয়ায়
চৈত্রের ফাটা মাঠে তখনও থমকে আছে
ফসলের গান।
আমার শরীরে রোদ, থোকা থোকা জারুল-পলাশ
বৃষ্টির নতমুখে আমাদের সদ্য ফোটা মায়াময় ভোর।
অপলক দৃষ্টির অনায়াস মুদ্রায়
ক্রমশই ফুটে উঠছে মেঘদূত ---
ঝড়ের পাখিগুলোকে সঙ্গে নিয়ে
আমারা তখন ভাসানে চলেছি।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৮