
এসব অতি তুচ্ছ আর সামান্য ঘটনার ফাকে ফাকে দুই একটি বিরাট বড় ঘটনাও ঘটে। বোষ্টনে বোমা হামলায় ৩ জন নিহত। এটি বিশাল বড় একটি ঘটনা। এটি এত বড় ঘটনা যে, সারা বিশ্বের প্রতিটি মিডিয়ার হেডলাইন জুড়ে এটি থাকে। প্রতিদিন মানবাধীকার সংস্থাগুলো শত শত মানুষের মৃত্যু অবলীলায় হজম করে বোষ্টনের ৩ জনের জন্য তারা শংকিত হয়ে ওঠে। তারা প্রশ্ন তোলে, “পৃথিবীর নিরাপত্তা কোনদিকে যাচ্ছে? মানুষের জীবন কি তবে এতই সস্তা?” সারাবিশ্ব এই ঘটনায় ছি ছি করতে করতে ছি ছি এর স্টক শেষ করে ফেলে।

পৃথিবীর নিয়মগুলো কি অদ্ভুত। কোথায় বোমা হামলা হলে মানুষ শোক প্রকাশ করবে সেটিও পুর্বনির্ধারিত।
পৃথিবীর সব সহানুভূতি শুধু আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ডের জন্যই তোলা থাকে। এদের দেশে একটি পটকা ফুটলে সেটিও বিরাট ঘটনা সুতরাং গনহারে সহানূভুতি আর চোখ মুখ খিচে শোক প্রকাশ বাধ্যতামূলক।
আমেরিকার মত দেশ অবশ্য আজীবন সারাবিশ্বের কাছে সহানুভূতিই পাবে। ভালোবাসা কোনোদিন পাবেনা। ভালোবাসা এখনো সস্তা হয়নি। সহানুভূতি এয়ারটেলের ফ্রি মিনিটের মত যত্রতত্র পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ নামক তৃতীয় বিশ্বের একটি দুর্নীতিগ্রস্থ দেশ যদি মানচিত্র থেকে কোনদিন বিলিনও হয়ে যায় তবে সেটিও মনে হয় এদের কাছে খুব সামান্য ঘটনাই হবে।
(এটি আমার একটি ফেসবুক স্ট্যাটাস। ব্লগে লেখালেখি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। এই ব্লগেরই এক বন্ধু ফেসবুকে স্ট্যাটাসটি পড়ে আমাকে অনুরোধ করলো এটিকে সামুতে পোষ্ট করার জন্য। সেজন্যই পোষ্টটি দেয়া।)
সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেয
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯