বন্যা ও হাতি সমাচার
গত কিছু দিন হাতির খবরে তোলপাড় ছিল দেশ । আমি প্রথমেই বলে নিচ্ছি আমি নিজে খুব প্রাণী ভক্ত মানুষ । হাতির হৈ-হৈ তে যদি হাতিটি বেঁচে যেত তাহলে খুশী হতাম । কিন্তু হাতিটির মৃত্যুর খবরে খারাপ লেগেছে । কথা হলো হাতি তো মরে গেল আমাদের তথাকথিত হলুদ সাংবাদিকরা এখনো জীবিত । এ ক' দিন লাইভ লেখা / লাইফ দেখার সমাপ্তি ঘটে গেল । আমাদের বাবু সাংবাদিকদের পরবর্তী কি প্রোজেক্ট তা জানতে পারলে ভাল হতো । হয়তো দাদা,দিদির ইশারার অপেক্ষা করছেন । একটা হাতি নিয়ে যাদের এত মাতামাতি তারা সুন্দরবন নিয়ে কেন কিছু করছেন না । সেখানে তো বিরল প্রজাতির টাইগার সহ অসংখ্য প্রাণীদের বাস । সুন্দরবন তো এখন আর শুধু বাংলাদেশের সন্পদ নয় , সেটা সারা পৃথিবীর সন্পদ । দুনিয়া ব্যাপি যেখানে জলবায়ু নিয়ে আন্দোলন হচ্ছে , সেখানে মতি মিয়া বা মতি গং রা কেন হাতির পিছনে ছুটছেন এখনো । সেই পুরোনো প্রবাদ যে ওনারা শিখেছিলেন হাতি মরলেও লাখ টাকা । তো কত পেলেন হাতির দেখভাল করা মতি গংরা ? জাতিকে একদিন নিশ্চয়ই বলতে হবে । এতোই যেহেতু প্রেম আপনাদের , তাহলে ফারাক্কা কেন লাইফ হয় না / তনুর মা বা আমাদের মানচিত্রের একাংশের যে নাম সে ফেলানীর বাবা-মার কেন লাইফ হয় না । এত দেশ দরদী হবার সার্টিফিকেট আপনাদের কে দিল ? আপনারা কি বুঝে হাতির পিছন ছুটলেন যে দিকে বন্যায় মানুষের বিধ্বস্ত অবস্তা সেখানে কেন দৃষ্টিপাত করলেন না ? দাদাদের হাতির মূল্য অনেক বাংলাদেশের গরীব জনতা মূল্যহীন। মতি গং , আমার দেশের সাধারণ মানুষ যদি রয়েল বেঙ্গলের রুপ নেয় তাহলে যাবেন কোথায় ?হাতি মরলে লাখ টাকা আপনারা জীবিত কোটি টাকা আর মরলে কত টাকা ???
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৭