কুয়াশা রাত্রির হলুদ বারান্দায় বিধ্বস্ত ভালবাসা
আকাশ ভেঙ্গে পড়ে । ভেঙ্গে পড়ার শব্দ মিডিয়ার উলুবনে যেনতেনপ্রকারেণ ।
সেই মায়া হরিণের ছায়া-ছায়া ক্রমে আড়াল ।
প্রচন্ড কাটাকুটির আর এডিটে ভালবাসার নাম
লক্করঝক্কর । কেউ দেখে না ঐ যে শতাব্দী যায় বাঁশ বাগানের মাথার উপরে । তথ্য-মাধ্যম গুলো ধূর্ত চতুর ও সংবাদভোজী উচ্ছভিলাযী।
আমি ভিখিরির মত দাঁড়িয়ে ধানের শীষে শিশির বিন্দুটি ছুঁতেই সে টুস করে মাটির দেহে মিশে যায় । ভেঙ্গে পড়া আকাশ আর শিশির খাওয়া মাটির মধ্যখানে আমি প্রেমের চিরন্জীব ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৫